বিকেলে মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে পলিথিন মাথায় দিয়ে পথ চলছেন কয়েকজন। মদিনা মার্কেট এলাকা, সিলেট, ২৯ জুনছবি: আনিস মাহমুদ
২ / ১৬
ধর্মসাগর দিঘিতে শুরু হয়েছে শৌখিন মাছশিকারিদের বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। বৃষ্টি মাথায় নিয়েই মাছ ধরছেন তাঁরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এই শৌখিন মাছশিকারিরা এর জন্য টিকিট কেটেছেন ২৫ হাজার টাকা দিয়ে। কুমিল্লা, ২৯ জুনছবি: এম সাদেক
৩ / ১৬
রংপুরের বাজারে এসেছে বর্ষাকালের অন্যতম মৌসুমি ফল লটকন। মৌসুমের শুরুতে দাম বেশ চড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০–১৮০ টাকা। জেলা পরিষদ এলাকা, রংপুর, ২৯ জুনছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
পাহাড়ে বার্মিজ রাঙ্গুই আমের ফলন বেশ ভালো হয়েছে। এই আম বিক্রি করতে শহরে বনরুপা ঘাটে অপেক্ষায় বাগানিরা। শহরে থেকে পাইকার কম আসায় মাত্র ১৫ থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আমগুলো। বনরুপা ঘাট, রাঙামাটিছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৬
বৃষ্টিতে ক্রেতা কম, তাই হাঁড়িভাঙা আম নিয়ে বিপাকে বিক্রেতারা। তবুও বিক্রির আশায় পলিথিন দিয়ে ঢেকে ক্রেতার অপেক্ষা করছেন তাঁরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, রংপুর, ২৯ জুনছবি: মঈনুল ইসলাম
৬ / ১৬
লেকের পানিতে জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। টেপাখোলা এলাকা, ডিক্রির চর, ফরিদপুর, ২৯ জুনছবি : আলীমুজ্জামান
৭ / ১৬
অতিরিক্ত খরায় এ বছর কাঁঠালের ফলন ভালো হয়নি পাবনায়। তাই ব্যবসাও জমেনি তেমন। গ্রাম থেকে কাঁঠাল কিনে এনে শহর বিক্রি করছেন এই বিক্রেতা। আকারভেদে প্রতিটি কাঁঠাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকা। খেয়াঘাট সড়ক, পাবনা, ২৯ জুনছবি: হাসান মাহমুদ
৮ / ১৬
নৌকাকে ভালো রাখার জন্য আলকাতরা দিচ্ছেন কৃষক জালাল শেখ। বাছের মাতব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ২৯ জুনছবি : আলীমুজ্জামান
৯ / ১৬
বন্যার পানিতে এখনো ডুবে আছে হাকালুকি হাওরপারের সড়ক ও সেতু। দীঘলবাক এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ২৯ জুনছবি: কল্যাণ প্রসূন
১০ / ১৬
ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি মাছ ধরার শখ নুরুজ্জামানের। তাই চায়ের দোকানে বসে অবসরে জাল বুনছেন তিনি। রাঙ্গেমারী, বটিয়াঘাটা, খুলনা, ২৯ জুনছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৬
শহরের বাবুরহাট এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চালিয়ে ৮৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। বাবুরহাট এলাকা, চাঁদপুর, ২৯ জুনছবি: আলম পলাশ
১২ / ১৬
ঝরছে আষাঢ়ের বৃষ্টি। এর মধ্যেই কাজে বেরিয়েছেন অনেকে। শিরোইল-ঢাকা বাস টার্মিনাল এলাকা, রাজশাহী, ২৯ জুনছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৬
জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে এলাকার লোকজন। ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় হিউম্যান হলার নষ্ট হয়ে গেছে। তাই কয়েকজন মিলে ঠেলে তোলার চেষ্টা করছেন। গেন্ডারিয়া রেলস্টেশন সড়ক। ২৯ জুনছবি: দীপু মালাকার
রাজধানীর পূর্বাচল উপশহরে ২৬ নম্বর সেক্টরের সড়ক দ্বীপে গাছ রোপণ করে উদ্ভিদ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংগঠন ‘তরুপল্লব’। দেশি ও দুর্লভ প্রজাতির উদ্ভিদ সংরক্ষণের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে তারা। বড়কাউ, পূর্বাচল, ঢাকা, ২৯ জুনছবি: জিয়া ইসলাম