একঝলক এক (১৯ এপ্রিল ২০২৫)

১ / ২০
ফুটেছে কাঠগোলাপ ফুল। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ১৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
হাটে বিক্রির জন্য নৌকা বোঝাই করে আনারস আনা হয়েছে। সমতা ঘাট, বনরূপা, রাঙামাটি, ১৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
কাপ্তাই হ্রদে ভেসে চলেছে পর্যটকবাহী হাউস বোট। ডিয়ার পার্ক, রাঙামাটি, ১৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
গাছে ফুটেছে রঙিন কলাবতী ফুল। তাড়াশ, সিরাজগঞ্জ, ১৯ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
৫ / ২০
নৌকা চালিয়ে ধানের বস্তা নিয়ে বাড়ি ফিরছেন একজন। লতা খামার, ডুমুরিয়া, খুলনা, ১৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
সবুজ ধানের খেত পরিচর্যায় ব্যস্ত একজন কৃষক। গাছপাড়া, পাবনা, ১৯ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৭ / ২০
ঝাঁক বেঁধে উড়ছে খয়রা কাস্তেচরা পাখির দল। লস্করপুর, পাবনা, ১৯ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৮ / ২০
নৌকা থেকে মোকামে নামানো হচ্ছে ধানের বস্তা। ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, ১৯ এপ্রিল
ছবি: সুমন মোল্লা
৯ / ২০
ডানা মেলে উড়ছে একটি রঙিন প্রজাপতি। চান্দরা, মানিকগঞ্জ, ১৯ এপ্রিল
ছবি: আবদুল মোমিন
১০ / ২০
ইঞ্জিনচালিত নৌকায় করে আনা ভুট্টা নামাচ্ছেন শ্রমিকেরা। হাসনাবাদ ঘাট, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২০
বিলে ফুটে আছে কচুরিপানা ফুল। বিভিন্ন জায়গায় কচুরিপানা শুকিয়ে তৈরি করা হয় ফুলের টব, হাতব্যাগ, পাপস, ঝুড়িসহ নানা জিনিসপত্র। এসব পণ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। মারিয়া, কিশোরগঞ্জ, ১৯ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১২ / ২০
পথের ধারে ফুটে আছে ভাঁটফুল। বদরপুর, ফরিদপুর, ১৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২০
বৈশাখে বৃষ্টি ও কালবৈশাখী সাধারণ ঘটনা। তাই অনেকেই ঘরে ভেঙে পড়ে থাকা ছাতা সাড়িয়ে নিচ্ছেন। গত কয়েক দিন বৃষ্টি থাকায় ছাতা মেরামতে বেশ ব্যস্ত সময় কাটাতে হচ্ছে কারিগরদের। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ১৯ এপ্রিল
ছবি: সাইয়ান
১৪ / ২০
ছুটির দিনে বাড়ির পাশে কুমার নদে মাছ ধরছেন নানা বয়সী মানুষেরা। গোবিন্দপুর, মাচ্চর, ফরিদপুর, ১৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৫ / ২০
পাইকারি দোকান থেকে পেঁয়াজ কিনে এনেছেন খুচরা বিক্রেতা। এখন বস্তা নামানোর পর এগুলো বাছাই করা হবে। কালীঘাট, সিলেট, ১৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
ফুটপাতে গামছা বিক্রি করতে বসেছেন। কিন্তু প্রখর রোদে বসে থাকা দায়। কিনব্রিজ, সিলেট, ১৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলাদিপুর বাজারে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে স্টিলের নির্মিত পদচারী–সেতুটি তেমন কাজে আসছে না। মাদক সেবনকারী ও বহিরাগত ব্যক্তিদের আড্ডায় দখলে থাকে বলে সেতুটিতে না উঠে পথচারী ও স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন। আলাদিপুর বাজার, রাজবাড়ী,১৯ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
১৮ / ২০
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা। এলডি হল, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ২০
‘সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯: হাওর অঞ্চলে বৈষম্য ও অব্যবস্থাপনা’শীর্ষক আলোচনা সভায় অতিথিরা। জাতীয় প্রেস ক্লাব, ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
২০ / ২০
ঝুড়িভর্তি বেগুন বিক্রি করতে গ্রাম থেকে রাঙামাটি শহরে সাপ্তাহিক হাটে যাচ্ছেন পাহাড়ি কিষানি। নারাইছড়ি, রাঙামাটি, ১৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা