একঝলক (১১ সেপ্টেম্বর ২০২২)

১ / ১৭
দীর্ঘদিন সংস্কারের অভাবে পাবনা বিসিক শিল্প নগরীর ভেতরের সড়কগুলোর অবস্থা বেহাল। একটু বৃষ্টি হলেই পানিতে খানাখন্দ ভরে যায়। বিসিক শিল্প নগরী, পাবনা, ১১ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ১৭
টেলিভিশনে লাইভ করার সময় রাজশাহীতে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ। এ সমাবেশের আয়োজন করে রাজশাহীর সাংবাদিকেরা। কাদিরগঞ্জ, রাজশাহী, ১১ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
৩ / ১৭
পাহাড়ি জনগোষ্ঠীর নারীরা যে কাপড় পরেন, তার নাম পিনোন বা দোপাট্টা। এসব কাপড় তাঁতে বোনা হয়। একটি কাপড় বুনতে সময় লাগে ১২ থেকে ১৫ দিন। বৌধিপুর, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৭
বিক্রির জন্য সাজানো হয়েছে পদ্মফল। স্থানীয় ভাষায় একে পদ্মখোচা বলে। প্রতিটি পদ্মফল বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ টাকায়। সিটি বাজার, রংপুর, ১১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
ফুটেছে ভেষজ গুণ সমৃদ্ধ নাগলিঙ্গম ফুল। ফুলটি দেখতেও বেশ সুন্দর। রেলস্টেশন, নারায়ণগঞ্জ, ১১ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
৬ / ১৭
প্রখর রোদে ছাতা মাথায় মরিচ খেতে নিড়ানি দিচ্ছেন কৃষক ইয়াকুব আলী মণ্ডল। মাজবাড়ী, গাবতলী, বগুড়া, ১১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ১৭
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবের দিন ঘনিয়ে আসছে। উৎসব উপলক্ষে গ্রাম ও শহরে মেলা বসে। মেলায় বিক্রির জন্য হাড়ি-পাতিলের পসরা সাজাতে ব্যস্ত এক নারী। বিলকাজলী, ধুনট, বগুড়া, ১১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১৭
গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া হলহলিয়া নদীতে এখন হাঁটু পানি। সেখানে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। ধুনট, বগুড়া, ১১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ১৭
ট্যাংকির পাইপে বসে বেয়ে পড়া পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছে এক কাক। পুলিশ লাইনস, সিলেট, ১১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৭
বৃষ্টি থেকে বাঁচতে মাথায় পলিথিন পেঁচিয়ে নিরাপদে ছুটছেন এক ব্যক্তি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা, ১১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৭
পাইকারি বাজার থেকে সয়াবিন তেলের টিনের খালি জার সংগ্রহ করছেন এক বিক্রেতা। তেল শেষ হওয়ার পর বিভিন্ন পণ্য রাখার কাজে ব্যবহৃত হয় এসব জার। আকারভেদে প্রতিটি জার ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করেন তিনি। কাজীরবাজার, সিলেট, ১১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৭
শরতের আকাশে মেঘের ভেলা। নীল আকাশে উড়ছে একঝাঁক চিল। তালতলা, সিলেট, ১১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৭
বাজারে উঠেছে কদবেল। পথের ধারে ছোট-বড় কদবেল বিক্রি করছেন এক বিক্রেতা। আকারভেদে প্রতিটি কদবেল ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শেখঘাট, সিলেট, ১১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৭
খেত থেকে তুলে ট্রাক্টরে এনে ধোয়ার জন্য পানিতে মুলা ফেলা হচ্ছে। ধোয়া শেষে সারিবদ্ধ করে রাখা হচ্ছে বাজারজাত করার জন্য। আমতলী, কুমিল্লা, ১১ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৫ / ১৭
স্কুল ছুটির পর ঘুড়ি উড়ানোর প্রস্তুতি নিচ্ছে শিশুরা। শুভপুর, কুমিল্লা, ১১ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৬ / ১৭
গ্যাসসংকটে চুলায় লাকড়ি দিয়ে রান্না করছেন বাবুর্চি মো. জাহাঙ্গীর। গ্যাসের অল্প আচেঁ রান্না করা দায়, তাই এভাবেই রান্না করতে হচ্ছে তাঁদের। রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত ছাড়া সারা দিনই গ্যাসের সরবরাহ থাকে না বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। গেণ্ডারিয়া, ঢাকা, ১১ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৭ / ১৭
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে টেকনিক্যাল স্কুল ও কলেজের অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষকদের পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রদানের দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষকেরা। আগারগাঁও, ঢাকা, ১১ সেপ্টেম্বর
ছবি: খালেদ সরকার