গ্যাসসংকটে চুলায় লাকড়ি দিয়ে রান্না করছেন বাবুর্চি মো. জাহাঙ্গীর। গ্যাসের অল্প আচেঁ রান্না করা দায়, তাই এভাবেই রান্না করতে হচ্ছে তাঁদের। রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত ছাড়া সারা দিনই গ্যাসের সরবরাহ থাকে না বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। গেণ্ডারিয়া, ঢাকা, ১১ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার