একঝলক (২৪ এপ্রিল ২০২৪)

১ / ৯
রোদের উত্তাপ থেকে রক্ষায় শিশুটিকে পাখা দিয়ে ঢেকে রাখা হয়েছে। শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বর, রাজশাহী ২৪ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
২ / ৯
দোকান না থাকায় হাটের মধ্যে পিঁড়ি বা টুল পেতে বসে চুল–দাড়ি কাটায় ব্যস্ত এক নাপিত। এখানে চুল–দাড়ি কাটাতে খরচ পড়ে মাত্র ৪০–৫০ টাকা। সুজানগর বাজার, পাবনা, ২৪ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৩ / ৯
ভালো দামে বিক্রির আশায় কৃষকেরা মৌসুমে ঘরে তুলে রেখেছিলেন পাট। বাজারে এখন প্রতি মণ পাট ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। হাটে বিক্রির আশায় পাট নিয়ে যাচ্ছেন তাঁরা। তাম্বুলখানা, কৈজুরী ইউনিয়ন, ফরিদপুর ২৪ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৪ / ৯
দেশজুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। এর মধ্যে জীবিকার তাগিদে হাটে মালামাল কেনাবেচা করতে এসেছেন কৃষকেরা। রোদ থেকে বাঁচতে গামছা মাথায় দিয়েছেন তাঁরা। সুজানগর বাজার, পাবনা, ২৪ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৫ / ৯
প্রখর রোদে ভুট্টা শুকাতে দিচ্ছেন এক কৃষক। কদমতলী, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ৯
কৃষকের কাছ থেকে বাঙ্গি কিনে সড়কের পাশে বিক্রির আশায় পসরা সাজিয়েছেন বিক্রেতারা। আকারভেদে একেকটি বাঙ্গি ৩০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। মুজিব সড়ক, ফরিদপুর, ২৪ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৭ / ৯
ভাটায় কাজ করার এক ফাঁকে ক্লান্ত শরীরে ইটের খোয়ার ওপর ঘুমিয়ে পড়েছেন এক শ্রমিক। চাঁচাইতারা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৪ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৮ / ৯
গাছ থেকে পাকা তেঁতুল সংগ্রহের পর খোসা পরিষ্কার করে কলাপাতায় মুড়িয়ে রাখছেন। ১ কেজি পাকা তেঁতুল ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা হবে। বড় পাগলি মুখপাড়া, ওয়াগগা, কাপ্তাই, রাঙামাটি, ২৪ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ৯
বাহারি নকশার কাগজের ফুল কিনে ফেরি করে বিক্রি করছেন এই বিক্রেতা। প্রতিটি ফুল ১০ থেকে ২০ টাকায় বিক্রি করেন তিনি। বেজোড়া, শাজাহানপুর, বগুড়া, ২৪ এপ্রিল
ছবি: সোয়েল রানা