খাগড়াছড়িতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবানের আদিবাসী ছাত্র সমাজ। প্রেসক্লাব চত্বর, বান্দরবান, ১৮ জুলাইছবি: মংহাইসিং মারমা
২ / ২১
আমন ধান রোপণের জন্য কলের লাঙল দিয়ে খেত প্রস্তুত করছেন এক কৃষক। আলালপুর এলাকা, সদর উপজেলা ফরিদপুর ১৮ জুলাইছবি: আলীমুজ্জামান
৩ / ২১
বর্ষাকালে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ ও জাল বিক্রি হচ্ছে হাটে। সেখানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না জাল। হাজিরহাট, পাবনা, ১৮ জুলাইছবি: হাসান মাহমুদ
৪ / ২১
ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলাশয়ে ৫০০ টাকায় টিকিট কেটে বড়শি ফলে মৎস্য শিকারে নেমেছেন শৌখিন মৎস্যশিকারিরা। মাছও পাচ্ছেন বেশ ভালো। আলালপুর এলাকা, সদর উপজেলা ফরিদপুর ১৮ জুলাইছবি: আলীমুজ্জামান
৫ / ২১
পাবনায় প্রচুর পরিমাণে রসুনের আবাদ হয়। এসব হাটে রসুন বেচাকেনার পর তা আড়তদারের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। শুক্রবার প্রকারভেদে প্রতি মণ রসুন বিক্রি হয় ২ হাজার টাকা থেকে ৩ হাজার ৩০০ টাকায়। হাজিরহাট, আরিফপুর, পাবনা, ১৮ জুলাইছবি: হাসান মাহমুদ
৬ / ২১
বগুড়ার আদমদীঘি-রাইখালী সড়কটি বেহাল। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। আদমদীঘি সদর এলাকা, বগুড়া, ১৮ জুলাইছবি: সোয়েল রানা
৭ / ২১
বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারপুর চারমাথায় বর্ষার মৌসুমে প্রায় চার মাস কাঁচা মরিচের বাজার বসে। সেই বাজারে ব্যাপক মরিচের আমদানি হয়। পাইকারিতে প্রতি কেজি মরিচ ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। কোমারপুর চারমাথা, আদমদীঘি উপজেলা, বগুড়া, ১৮ জুলাইছবি: সোয়েল রানা
৮ / ২১
সামান্য বৃষ্টিতে পানি জমেছে সড়কে। ফলে ওই সড়কে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কলেজ সড়ক, রংপুর, ১৮ জুলাইছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
গোপালগঞ্জে কারফিউ জারির তৃতীয় দিনে পথে বের হওয়া পথচারী ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সতর্ক করেন পুলিশের সদস্যরা। তবে আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। চৌরঙ্গী এলাকা, গোপালগঞ্জ, ১৮ জুলাইছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
ঢাকা-খুলনা মহাসড়কে প্রায়ই বেওয়ারিশ এমন কিছু ঘোড়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে দ্রুত যান চলাচল ব্যাহত হয় এবং দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। মোল্লারহাট, বাগেরহাট, ১৮ জুলাইছবি: সাদ্দাম হোসেন
১১ / ২১
বীজতলা থেকে ধানের চারা তুলে আঁটি বাঁধছেন কয়েকজন পাহাড়ি নারী। দক্ষিণ দলবনিয়া, বান্দরবান, ১৮ জুলাইছবি: মংহাইসিং মারমা
১২ / ২১
কালো কাঠবিড়ালির দেখা মেলেছে কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড়ে। রাঙামাটি, ১৮ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
বর্ষা মৌসুমে চুলার চাহিদা বেড়ে যায়। তাই সিমেন্ট, খোয়া ও বালু মিশ্রিত ‘বন্ধুচুলা’ তৈরিতে ব্যস্ত মিলন মিয়া। বিশেষ পদ্ধতিতে তৈরি এই চুলায় জ্বালানি কম লাগে। এ জন্য এ চুলার নাম বন্ধুচুলা। প্রতিটি চুলা আকারভেদে ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। আরাজি নিয়ামত এলাকা, রংপুর, ১৮ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৬ / ২১
গ্যাস নেওয়ার জন্য সড়কের ওপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে সিএনজিচালিত অটোরিকশা। ষোলশহর এলাকা, চট্টগ্রাম, ১৮ জুলাইছবি: জুয়েল শীল
১৭ / ২১
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় খাল প্লাস্টিকসহ নানা বর্জ্যে ভরাট হয়ে আছেন। মাঝেমধ্যে সিটি করপোরেশন খালটি পরিষ্কার করলেও কিছুদিনের মধ্যেই আবার বর্জ্যে সয়লাব হয়ে যায়। কুতুবখালী, ১৮ জুলাইছবি: দীপু মালাকার
১৮ / ২১
বৃষ্টি শেষে গরমের দাপট। রাজধানীতে সকাল থেকেই ছিল প্রচণ্ড গরম। গত কয়েক দিনের টানা বৃষ্টির পর আবহাওয়ার এমন পরিবর্তনে অস্বস্তিতে নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১৮ জুলাইছবি: দীপু মালাকার
১৯ / ২১
ধুলাবালুতে আচ্ছন্ন রাজধানীর সড়ক। বাধ্য হয়ে মুখ ঢেকে চলতে হচ্ছে রিকশাযাত্রী ও চালককে। ছুটির দিনেও ঢাকার বাতাস বিষাক্ত—শুক্রবার সকালে একিউআই ১২৩, যা সংবেদনশীলদের জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম। গেন্ডারিয়া-জুরাইন নতুন সড়ক, ১৮ জুলাইছবি: দীপু মালাকার
২০ / ২১
পয়োনালা সংস্কারের কাজ চলছে সড়কজুড়ে। চলাচলে ভোগান্তি পথচারীদের। শামীম সরণি, পশ্চিম কাফরুল, ১৮ জুলাইছবি: তানভীর আহাম্মেদ
২১ / ২১
রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি-বেসরকারি হাসপাতালে চাপ বাড়ছে ডেঙ্গু রোগীর। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু কর্নার। ঢাকা, ১৮ জুলাইছবি: তানভীর আহাম্মেদ