ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা রেলপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে ট্রেন। ১৪ সেপ্টেম্বরছবি: প্রথম আলো
২ / ১২
হাওর-খাল-বিল-জলাশয়ে এই সময়ে শাপলা ফোটে। অনেকের কাছে শাপলার ডাঁটা সবজি হিসেবে প্রিয়। বিক্রির জন্য হাওর থেকে শাপলা তুলে এনেছে এক কিশোর। সিলেটের দক্ষিণ সুরমার দোবাগীর হাওর এলাকা। ১৪ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৩ / ১২
বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। এতে রাঙামাটি সদরের কুতুকছড়ি বাজার এলাকায় রাঙামাটি ও খাগড়াছড়ির মধ্যকার এই সড়কটি পানিতে ডুবে আছে। ডুবে যাওয়া সড়কে সাময়িকভাবে ইট বসিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হচ্ছে। ১৪ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১২
চাঁদের গাড়িতে পণ্য বোঝাই করে তার ওপর আবার চেপে বসেন যাত্রীরা। এভাবে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে এই জিপগাড়িগুলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি না থাকায় বেপরোয়া চালক–হেলপাররা। রাঙামাটি–খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকা। ১৪ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১২
নদীর ওপরে শরতের আকাশে সাদা মেঘের ভেলা। নদীতে নৌকায় ভেসে মাছ শিকার করছেন দুই ব্যক্তি। সিলেট নগরের সুরমা নদীর মেন্দিবাগ এলাকা। ১৪ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৬ / ১২
শীতের আগাম সবজির আবাদ করতে জমি প্রস্তুত করছেন এক দম্পতি। উত্তর কাওয়ালজানি, গোয়ালন্দ, রাজবাড়ী। ১৪ সেপ্টেম্বরছবি: এম রাশেদুল হক
৭ / ১২
ধান পেকে যাওয়ায় পাখির উৎপাত বেড়েছে। পাখির হাত থেকে রক্ষা করতে ধানখেতে জাল পেতে রাখা হয়েছে। একই সঙ্গে কাকতাড়ুয়াও বসিয়েছেন কৃষক। কাওয়ালজানি, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী। ১৪ সেপ্টেম্বরছবি: এম রাশেদুল হক
৮ / ১২
নদী-নালা, খাল-বিলে বৃষ্টির পানিতে টইটম্বুর। সেই পানিতে মাছ ধরতে আনতার চাহিদা থাকে। সেই (আনতা) নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ১৪ সেপ্টেম্বরছবি: এম সাদেক
৯ / ১২
উত্তাল কাজীবাছা নদীতে ঢেউয়ে দুলছে মাছ ধরার নৌকা। সে ঢেউ উপেক্ষা করেই নদীতে মাছ ধরতে ফেলা জাল তুলছেন জেলেরা। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা। ১৪ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
চাঁদপুরের ইলিশের চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে ইলিশ মাছ এনে বিক্রি করেন চাঁদপুর বাজারে। শহরের বড় স্টেশন মাঝঘাটে ট্রাকে করে ইলিশ আসছে। বিভিন্ন জায়গা থেকে আনা ইলিশ নামাতে ব্যস্ত শ্রমিকেরা। ১৪ সেপ্টেম্বরছবি: আলম পলাশ
১১ / ১২
ইঞ্জিনচালিত ট্রলারে করে আনা বালু উত্তোলন করছেন শ্রমিকেরা। এ কাজে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা পান তাঁরা। কয়রাপুর, দাউদকান্দি, কুমিল্লা। ১৪ সেপ্টেম্বরছবি: আবদুর রহমান ঢালী
১২ / ১২
প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে যাচ্ছে বিভিন্ন শাকসবজি ও ফলমূলের খেত। রাতে ডুবে যাওয়া খেত থেকে সকালে ফসল তুলছেন চাষি। রাঙামাটি সদরের কুতুকছড়ি বাজার এলাকা। ১৪ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা