একঝলক (৩ এপ্রিল ২০২৪)

১ / ২৮
হাওরের পানিতে ফেলে রাখা হয়েছে গাছের ডাল। তাতে বসেছে একঝাঁক পানকৌড়ি। বাকগুল হাওর, সিলেট, ৩ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২ / ২৮
ধানখেতের পাশের ডোবায় জাল ফেলে মাছ ধরছেন শৌখিন মৎস্য শিকারি। গোলনা, ডুমুরিয়া, খুলনা, ৩ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৮
বাড়ির আঙিনায় টানানো রশির ওপর ডানা মেলে বসে আছে একটি ফড়িং। বাইশটিলা গ্রাম, সিলেট, ৩ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৮
গরমে নদীর পানিতে গোসলে নেমে ডিঙি উল্টিয়ে খেলায় মেতেছে হাওরের শিশুরা। কুর্শা এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ৩ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ২৮
চৈত্রের দুপুরে খালের শীতল পানিতে কলাগাছের ভেলা নিয়ে দুরন্তপনায় মেতেছে দুই কিশোর। লাফাদি, মাধবপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ৩ এপ্রিল
ছবি: সাইয়ান
৬ / ২৮
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। এখন পোশাক কিনতে ঘুরছেন ক্রেতারা। এ বছর পাথর ও চুমকির জামার চাহিদা বেশি। মার্কেটের বিভিন্ন তলায় জামা দেখছেন ক্রেতারা। রবিউল সুপারমার্কেট, পাবনা, ৩ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৭ / ২৮
মাছ ধরতে বাড়ির সামনের খালে নেমেছেন এক নারী। তুলাগ্রাম, কৈজুরী, ফরিদপুর, ৩ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৮ / ২৮
বৈদ্যুতিক পাখার বাতাস দিয়ে গম মাড়াই শেষে ঝাড়ছেন কিষানি। বিজয়বাঁধ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২৮
পথের ধারে গাছের পাকা কলা খাচ্ছে বন টিয়া পাখিটি। লস্করকান্দি, কৈজুরী, ফরিদপুর, ৩ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১০ / ২৮
মিষ্টিকুমড়ার দাম কমে গেছে। পাইকারও এখন কম আসছেন, তাই সড়কের পাশে বিক্রি করছেন এক চাষি। প্রতি কেজি বিক্রি করছেন ১৫ টাকা। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর,৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২৮
প্রচণ্ড গরমে দীর্ঘ লাইনে টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য কেনার অপেক্ষায় নারীরা। বয়রা পূজা খোলা, খুলনা, ৩ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৮
রসুন জমি থেকে তুলে এনে বাড়ির সামনে নানি–নাতনি বসে বাছাই করছেন। পশ্চিম ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৮
তিস্তার চর থেকে মিষ্টিকুমড়া তুলে বাড়ি ফিরছেন এক চাষি। ছালাপাক এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৮
কয়েক দিন টানা বৃষ্টি হওয়ায় কৃষকেরা একটু ফুরসত পেয়েছিলেন। এখন খরা শুরু হওয়ায় আবার সেচযন্ত্র নিয়ে যেতে হচ্ছে ভুট্টার জমিতে সেচ দিতে। ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৮
হাঁস বিক্রি করতে শহরে যাচ্ছেন এই ব্যক্তি। ঈদে হাঁসের চাহিদা বেড়ে যায়। দামটাও বেশ চড়া। প্রতিটি হাঁস বিক্রি করছেন ৮০০ টাকা। আনুরবাজার, গঙ্গাচড়া, রংপুর, ৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৮
ছানা নিয়ে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁস। বীরপলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, নন্দীগ্রাম, বগুড়া, ৩ মার্চ
ছবি: সোয়েল রানা
১৭ / ২৮
মুচি থেকে কাঁঠাল দিনে দিনে বড় হচ্ছে। বীরপলী গ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ৩ মার্চ
ছবি: সোয়েল রানা
১৮ / ২৮
জ্বালানির জন্য গাছের ঝরা পাতা কুড়িয়ে বাড়ি ফিরছেন শাপলা বেগম। সরিষাবাদ গ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ৩ মার্চ
ছবি: সোয়েল রানা
১৯ / ২৮
প্রখর রোদ আর ভাটার চুল্লির গরম উপেক্ষা করে ইটভাটায় কাজ করছেন শ্রমিকেরা। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ৩ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৮
ঈদ সামনে রেখে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। এর মধ্যেই মহাসড়কে চলছে তিন চাকার যানবাহন। যা দ্রুতগতির যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ ঝুঁকি তৈরি করছে। রেন্ট্রিতলা, বরিশাল , ৩ এপ্রিল
ছবি: সাইয়ান
২১ / ২৮
লক্ষ্যমাত্রার চেয়ে দেশে এ বছর পেঁয়াজের উৎপাদন হয়েছে অনেক বেশি। তারপরও ভারত থেকে আমদানি করায় দাম কমে গেছে পেঁয়াজের। কিন্তু ঈদের আগে হাতে টাকার দরকার তাই পরিবারের সদস্যরা মিলে পেঁয়াজ তুলে কম দামে বিক্রি করছেন কৃষক। রাধাকান্তপুর, পাবনা, ৩ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৮
ভ্রাম্যমাণ ধান ভাঙার কল নিয়ে বেরিয়েছেন এই ব্যক্তি। বিভিন্ন বাড়িতে গিয়ে ধান ভাঙান তিনি। বাইশটিলা গ্রাম, সিলেট, ৩ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৮
বৃষ্টিতে পানি জমেছে হাওরে। সেই পানিতে মাছ শিকারের জন্য জাল পেতেছেন এক ব্যক্তি। চামামাউড়াকান্দি হাওর, সিলেট, ৩ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৮
খাবারের খোঁজে হাওরে নেমেছে হাঁসের দল। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ৩ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২৫ / ২৮
দুপুরে বেচাবিক্রি কম। তাই গরমে ক্লান্ত এই বৃদ্ধ ফল বিক্রেতা পদচারী-সেতুর নিচে ছায়াঘেরা স্থানে কিছুটা ঘুমিয়ে নিচ্ছেন। শিমরাইল এলাকা, নারায়ণগঞ্জ, ৩ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
২৬ / ২৮
সামনেই ঈদ ও পয়লা বৈশাখ। তাই বসবে মেলা। সেখানে বিক্রি হবে এসব বাঁশি। বাঁশি তৈরি শেষে রোদে শুকাতে দিচ্ছেন মনজু রানী গোস্বামী। সংরাইস এলাকা, কুমিল্লা, ৩ এপ্রিল
ছবি: এম সাদেক
২৭ / ২৮
চৈত্রের গরম থেকে স্বস্তি পেতে পুকুরে নেমেছে কিশোরের দল। টিক্কার এলাকা, কুমিল্লা, কুমিল্লা, ৩ এপ্রিল
ছবি: এম সাদেক
২৮ / ২৮
খালের পানিতে পেতে রাখা চায়না দুয়ারি থেকে মাছ সংগ্রহ করছেন গৃহবধূ লাকি বেগম। সাচিয়া এলাকা, কৈজুরী, ফরিদপুর, ৩ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান