একঝলক (২৩ অক্টোবর ২০২৩)

১ / ১০
নতুন করে ধান কাটা শুরু হয়েছে। তঞ্চঙ্গ্যা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দুজন ধান কাটার পর তা ঝুড়িতে করে নিয়ে যাচ্ছেন। আন্তাপাড়া, রোয়াংছড়ি, বান্দরবান, ২৩ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১০
খেত থেকে দল বেঁধে আদা তুলছেন শ্রমিকেরা। চেমিডলু পাড়া এলাকা, বান্দরবান, ২৩ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১০
টমেটো রোপণ করতে প্রস্তুত করা হচ্ছে জমি। মহেশপুর, কুমিল্লা, ২৩ অক্টোবর
ছবি: এম সাদেক
৪ / ১০
যমুনার চরাঞ্চল থেকে খেয়া নৌকায় নদী পারাপার হচ্ছে একদল মানুষ। হাসনাপাড়া স্পার এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৫ / ১০
খেত থেকে শাক তুলছেন এক কিষানি। হাসনাপাড়া স্পার এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৬ / ১০
মরিচের সঙ্গে আবাদ করা হয়েছে লাল শাকের। খেতে আগাছা পরিষ্কার করতে কাজ করছে একদল শ্রমিক। হাসনাপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ২৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৭ / ১০
চরাঞ্চলে কাজ করা কৃষককে খাবার খাইয়ে বাড়িতে ফিরছেন এক নারী। খুদ্দবলাইল এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৮ / ১০
বাজারে বিক্রির জন্য জমি থেকে লালশাক তুলছেন কৃষক। কাটারাপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ১০
ছাতা মাথায় বৃষ্টিতে বের হয়েছে দুই শিশু। ফুলাবাড়ি গেট, খুলনা, ২৩ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১০
ঘেরে চাষ করা বাগদা চিংড়ি ধরছেন মৎস্যজীবীরা। আড়ংঘাটা, খুলনা, ২৩ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন