একঝলক (৭ জুন ২০২৩)

১ / ১৬
ঝিঙে ফুলে মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। মুদাফফরগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ৭ জুন
ছবি: এম সাদেক
২ / ১৬
কোনোরকম সুরক্ষাব্যবস্থা ছাড়াই ঝুলে ঝুলে বহুতল ভবনে রং করছেন এক শ্রমিক। দেওভোগ আখড়া, নারায়ণগঞ্জ, ৭ জুন
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৬
বোরো ধান বস্তায় ভরে তা বাজারজাতের জন্য প্রস্তুত করছেন এক ব্যক্তি। বিজরা ধানবাজার, লাকসাম, কুমিল্লা, ৭ জুন
ছবি: এম সাদেক
৪ / ১৬
বিদ্যুৎ না থাকায় ফার্মেসিতে মোমবাতি জ্বালিয়ে ওষুধ বিক্রি করছেন দোকানি। শিরোইল, রাজশাহী, ৭ জুন
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১৬
সাইকেলে করে বিভিন্ন গৃহস্থালি পণ্য ফেরি করতে বেরিয়েছেন বিক্রেতা। লক্ষণপাড়া, রংপুর, ৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৬
দুপুরের প্রচণ্ড রোদে খেতে কাজ করা কঠিন। তাই সকাল সকাল ধান কেটে তা মাথায় নিয়ে বাড়িতে ফিরছেন কৃষক। তামপাট এলাকা, রংপুর, ৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৬
ধান সেদ্ধ করে তা শুকানোর কাজ চলছে। নতুনপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ জুন
ছবি: এম রাশেদুল হক
৮ / ১৬
বগুড়ার করতোয়া নদীর ওপর ফতেহ আলী সেতুটি পুনর্নির্মাণ করা হচ্ছে। তাই সাধারণ মানুষের চলাচলের জন্য পাশেই নির্মাণ করা হয়েছে বাঁশের সেতু । চেলোপাড়া, বগুড়া। ৭ জুন
ছবি: সোয়েল রানা
৯ / ১৬
প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষের জীবন। এ থেকে রেহাই নেই প্রাণিকুলেরও। তাই খালের পানিতে নিজের গরুর গা ধুয়ে দিচ্ছেন এক কৃষক। কিশোরগঞ্জের নিকলীর কুর্শা এলাকায়। ৭ জুন
ছবি: তাফসিলুল আজিজ
১০ / ১৬
প্রচণ্ড দাবদাহে তৃষ্ণা মেটাতে অনেক পথচারী রাস্তার পাশে বরফ মেশানো ঠান্ডা আখের রস খাচ্ছেন। তবে এই রসের সঙ্গে যে পানি বা বরফ ব্যবহার করা হয় তা অপরিশোধিত। তাই রয়েছে স্বাস্থ্যঝুঁকি। ময়মনসিংহ নগরের রামবাবু রোড এলাকায়। ৭ জুন
ছবি: আনোয়ার হোসেন
১১ / ১৬
শিক্ষা-স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষাসহ জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়ানোসহ ধনিক তোষণ ও গরিব শোষণের বাজেট প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে বাসদ। ৭ জুন
ছবি: দিনার মাহমুদ
১২ / ১৬
বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। ধর্মগঞ্জ এলাকা, পাগলা, নারায়ণগঞ্জ, ৭ জুন
ছবি: প্রথম আলো
১৩ / ১৬
পাবনা শহরে প্রচণ্ড গরমের মধ্যে সম্প্রতি ঘন ঘন লোডশেডিং হচ্ছে। তাই হাতপাখা এখন ভরসা। প্রেসক্লাব গলি, আবদুল হামিদের সড়ক, পাবনা, ৭ জুন
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৬
রোদে খড় শুকিয়ে তা নিয়ে বাড়ি ফিরছেন গৃহস্থ। ছবিটি রংপুর শহরতলির হোসেন নগর এলাকা থেকে তোলা। ৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৬
পাহাড়ি নারী কোমর তাঁতে ওড়না (হাদি) বোনার কাজে ব্যস্ত। পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী পোশাকের একটি অংশ এ হাদি। রাঙামাটি সদরের তৈমুদং গ্রাম। ৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৬
দুর্গম এলাকা থেকে কাঁঠাল সংগ্রহ করে তা বিক্রির জন্য নৌকায় করে রাঙামাটি শহরের উদ্দেশে নিয়ে আসছেন বাগানিরা। রাঙামাটির জারুলছড়ির কাপ্তাই হ্রদ থেকে সকালে তোলা । ৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা