একঝলক (৩০ সেপ্টেম্বর ২০২৫)

১ / ১৮
উড়ে এসে চেয়ারের হাতলে বসেছে একটি ফড়িং। গণ্ডগ্রাম রামকৃষ্ণ আশ্রম, শাজাহানপুর, বগুড়া, ৩০ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ১৮
গাছের ডালে বসে আছে ল্যাঞ্জা কসাই পাখি। পালিচড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৮
শুকনো গাছের খুঁটির ওপর একটি কালো ভ্রমর। ক্যামলং, বান্দরবান, ৩০ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৪ / ১৮
গরুর খাবারের জন্য ঘাস সংগ্রহ করছেন একজন। ভাঙ্গামুড়া, বান্দরবান, ৩০ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৫ / ১৮
খেতের আলের পাশে বসানো ডারকি থেকে মাছ সংগ্রহ করছেন একজন। ভেলুপাড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৮
শীতকাল সামনে রেখে আগেভাগে লেপ তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন কারিগরেরা। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৮
সড়কের পাশে বসেছে বাঁশের হাট। বনানী, বগুড়া, ৩০ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১৮
বিক্রির জন্য জমি থেকে কলা কেটে আনছেন এক চাষি। জমিদারপাড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৮
রেললাইনের ওপর একটি বিড়াল। রেলস্টেশন এলাকা, সিলেট, ৩০ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৮
বহুতল ভবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন নির্মাণশ্রমিকেরা। স্টেশন রোড, সিলেট, ৩০ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৮
লক্ষ্মীপূজার আগে বিক্রির জন্য বানানো সরায় রংয়ের আঁচড় বুলিয়ে নিচ্ছেন এক নারী। বাহিরদিয়া, অম্বিকাপুর, ফরিদপুর, ৩০ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৮
লোহা গলিয়ে কাঁচি তৈরি করছেন দুই কামার। দোগাছি, পাবনা, ৩০ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৮
কাউন্টারের সামনে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেন দূরপাল্লার বাসের শ্রমিকেরা। ঢাকা বাস টার্মিনাল, শিরোইল, রাজশাহী, ৩০ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৪ / ১৮
হাওরে ঝাঁকি জাল ফেলে মাছ ধরছেন এক ব্যক্তি। মিঠামইন হাওর, কিশোরগঞ্জ, ৩০ সেপ্টেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
১৫ / ১৮
রাজশাহীতে ওএমএসে (খোলাবাজারে বিক্রি) চাল ও আটা কেনার জন্য দীর্ঘ অপেক্ষা ক্রেতাদের। সকাল ৯টা থেকে ট্রাকে পণ্য বিক্রি হয়। চৌদ্দপাই, রাজশাহী, ৩০ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
১৬ / ১৮
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের জানাজায় অংশগ্রহণকারীদের একাংশ। শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয়, মনোহরদী, নরসিংদী, ৩০ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১৭ / ১৮
দুর্গাপূজায় মণ্ডপগুলো নান্দনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপে আসা ভক্তরা সেসব সাজসজ্জার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। দাড়িয়াপাড়া, সিলেট, ৩০ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৮ / ১৮
প্রত্যাশামতো ইলিশ ধরা না পড়ায় হতাশার কথা বলছেন জেলেরা। আমিরাবাদ, মতলব, চাঁদপুর, ৩০ সেপ্টেম্বর। ছবি: মুহাম্মদ জাকির হোসেন