হাট থেকে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম কিনে ট্রলারে দূরের গ্রামে ফিরছেন খুচরা ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে এসব পণ্য বিক্রি করবেন তাঁরা। কাইকারটেক, নারায়ণগঞ্জ, ৩১ ডিসেম্বরছবি: দিনার মাহমুদ।
৩ / ১৫
শীতের সকালে রোদ পোহানোর জন্য কুকুরছানা নিয়ে আনন্দে মেতেছে এক শিশু। অবসরের বেশির ভাগ সময় কুকুরছানার সঙ্গে সময় কাটায় সে। সারসি, কাশিপুর, বরিশাল, ৩১ ডিসেম্বরছবি: সাইয়ান
৪ / ১৫
পশুপাখি তাড়াতে আলুখেতের মাঝখানে রাখা হয়েছে কাকতাড়ুয়া। এর মধ্যেও আলুখেতে ঢুকে পড়েছে একটি ছাগল। ফতেহপুর, গোয়াইনঘাট, সিলেট, ৩১ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
৫ / ১৫
সিলেটের বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে মাছের খামার করেছেন অনেকে। লাভজনক হওয়ায় দিনে দিনে মাছ চাষে আগ্রহ বাড়ছে। নৌকায় করে মাছের খাবার ছিটিয়ে দেওয়া হচ্ছে। বাঘের সড়ক, জৈন্তাপুর, সিলেট, ৩১ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
৬ / ১৫
ডোবায় জমে থাকা পানি সেচে মাছ ধরতে নেমেছে একদল কিশোর। টিক্কারচর, কুমিল্লা, ৩১ ডিসেম্বরছবি: এম সাদেক
৭ / ১৫
বাঁশ, বেত ও কাঠ দিয়ে বিভিন্ন কুটির পণ্য তৈরি করেন মো. জাকির হোসেন। তাঁকে সাহায্য করেন পলি রানী দাস। এসব পণ্য দেশের নানা জায়গায় পাইকারি দরে বিক্রি করে থাকেন তাঁরা। জাহাননগর, কাপ্তানবাজার, কুমিল্লা, ৩১ ডিসেম্বরছবি: এম সাদেক
৮ / ১৫
বাজার থেকে মাছ কিনে ফেরি করে বিক্রি করার জন্য বের হয়েছেন এই বিক্রেতা। শীতের মাঝেও জীবিকার তাগিদে এই ছুটে চলা। নুরপুর, পাবনা, ৩১ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
৯ / ১৫
বছর শুরুর দিন ১ জানুয়ারি উদ্যাপিত হবে বই উৎসব। সরকারি উদ্যোগে প্রতিবছর বিদ্যালয়গুলোতে বিনা মূল্যে দেওয়া হয় পাঠ্যবই। তাই বিদ্যালয়ে চলছে বই উৎসবের প্রস্তুতি। উত্তম শিশুরত্ন কিন্ডারগার্টেন ও স্কুল, বানিয়াপাড়া, রংপুর, ৩১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ১৫
শীতের মধ্যে কোলের শিশুকে কম্বলে মুড়িয়ে গন্তব্যের উদ্দেশে বের হয়েছেন এই নারী। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৩১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম