একঝলক (২৬ এপ্রিল ২০২৪)

১ / ১২
শুরু হয়েছে বোরো ধান ঘরে তোলার মৌসুম। খেতে ধান কাটছেন কৃষক দম্পতি। গোয়ালকান্দি এলাকা, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২ / ১২
১২ মাসেই চাহিদা থাকে দইয়ের পাতিলের। এখন গরম বেশি থাকায় চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ। বেড়েছে দামও। বিজয়পুর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২৬ এপ্রিল
ছবি: এম সাদেক
৩ / ১২
টিকিট কেটে পুকুরে বড়শি ফেলে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। আলালপুর, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৪ / ১২
গ্রামাঞ্চল থেকে ধানের খড় সংগ্রহ করে তা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন বিক্রেতা। তবে ইঞ্জিনচালিত গাড়িতে অতিরিক্ত খড়বোঝাই করা হয়েছে। এভাবে চলাচল ঝুঁকিপূর্ণ। পশ্চিম গোয়ালাচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৫ / ১২
গরমের মধ্যে কাজের অপেক্ষায় বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন দিনমজুর। বসা অবস্থায় মাথা নিচু করে ঘুমিয়ে পরেছেন তিনি। বেতপট্টি এলাকা, রংপুর, ২৬ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১২
প্রচণ্ড গরমে চাহিদা বেড়ে গেছে তরমুজের। ৫ থেকে ১০ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকায়। বনরুপা সমতা ঘাট, রাঙামাটি, ২৬ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১২
সদ্য রোপণ করা মরিচগাছ খরায় পুড়ছে। গাছ জীবিত রাখতে পানি দিচ্ছে দুই শিশু। বিল নুরুইল চরা, বগুড়া সদর, ২৬ এপ্রিল। গতকাল শুক্রবার বগুড়া সদর উপজেলার বির নুরুইল চরায়
ছবি: সোয়েল রানা
৮ / ১২
বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ আয়োজিত চতুর্থ জাতীয় গণসংগীত উৎসবে নৃত্য পরিবেশন করেন প্রমা অবন্তীর শিল্পীরা। আজ সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে
ছবি: জুয়েল শীল
৯ / ১২
বিসিএস পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হয়ে আসছেন শিক্ষার্থীরা। গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কেন্দ্র, ঢাকা, ২৬ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১০ / ১২
প্রতিবন্ধী শিল্পীদের তৈরি করা শিল্পকর্ম প্রদর্শনী দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্পোৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। উৎসবে থাকবে দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শনী। শিল্পকলা একাডেমি, ঢাকা, ২৬ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১২
প্রখর রোদে সড়ক থেকে গরম তাপ বের হয়ে তৈরি হচ্ছে মরীচিকা। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ২৬ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১২ / ১২
প্রচণ্ড দাবদাহে সড়কের পাশেই চোখেমুখে পানি ছিটিয়ে নিচ্ছেন এক রিকশাচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২৬ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাস