একঝলক (৩০ এপ্রিল ২০২৪)

১ / ১৯
বিক্রির জন্য খেত থেকে বাঙ্গি তুলেছেন কৃষক। ভোজের ডাঙ্গি এলাকা, রামনগর, নগরকান্দা, ফরিদপুর, ৩০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২ / ১৯
তীব্র তাপপ্রবাহে শুকিয়ে গেছে হ্রদের পানি। তাই স্পিডবোট চলাচলও কমে গেছে। হ্রদের গভীরতা কমে যাওয়ায় স্পিডগুলো এক জায়গায় বেঁধে রাখা হয়েছে। কাঁঠালতলী ফিশারী ঘাট এলাকা, রাঙামাটি, ৩০ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৯
বাড়ির উঠানে পেঁয়াজের বীজ রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। বাখুন্ডা এলাকা, গেরদা, ফরিদপুর, ৩০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৯
দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় চাষ হওয়া তরমুজ বিক্রি হচ্ছে আড়তে। আঁকার অনুযায়ী প্রতিটি ২০ টাকা থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। কদমতলা, খুলনা, ৩০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৯
প্রচণ্ড গরমের কারণে ২ মে পর্যন্ত বিদ্যালয় বন্ধ। এ কথা জানত না খুদে শিক্ষার্থীরা। তাই তারা আজ মঙ্গলবার বিদ্যালয়ে আসে। পরে বন্ধের কথা জেনে বাড়ি ফিরে যায়। তুলাগ্রাম এলাকা, কৈজুরী, ফরিদপুর, ৩০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৯
কালীগঞ্জের আড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের অন্তত ১০ ফুট আপ লাইন বেঁকে যায়। বিষয়টি জানার পর রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কালীগঞ্জ, গাজীপুর, ৩০ এপ্রিল
ছবি: প্রথম আলো
৭ / ১৯
বাড়ির পাশে গাছের ছায়ায় তাফালে ধান সেদ্ধ করছেন দুই নারী। মুরারিদাহ এলাকা, কৈজুরী, ফরিদপুর, ৩০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৯
টানা কয়েক দিনের মাত্রাতিরিক্ত গরমে নাভিশ্বাস অবস্থা। এর মধ্যে দুই সাইক্লিস্ট সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে পড়েন। এরপর তাঁরা গাছে কাপড়ের দোলনা টানিয়ে বিশ্রাম করেন। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, ৩০ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
৯ / ১৯
১৪ শতাংশ জমিতে বেগুন আবাদ করেছেন কৃষক আবদুল বাসেদ মিয়া। তাঁর খেতে সেচ দেওয়া হচ্ছে। তরফভাঙ্গা গ্রাম, গাবতলী, বগুড়া, ৩০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১০ / ১৯
প্রখর রোদ আর তাপপ্রবাহ থেকে বাঁচতে গরুর পাল আশ্রয় নিয়েছে বটগাছের নিচে। সুন্দরবন–সংলগ্ন মহেশ্বরীপুর এলাকা, কয়রা , খুলনা, ৩০ এপ্রিল
ছবি: ইমতিয়াজ উদ্দীন
১১ / ১৯
শাক বিক্রির উদ্দেশ্যে প্রায় ১৬ শতাংশ জমিতে পাট বপন করেছেন কৃষক রফিকুল ইসলাম। এখন লোকজন নিয়ে পাটশাক তুলছেন তিনি। তরফভাঙ্গা গ্রাম, গাবতলী, বগুড়া, ৩০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১২ / ১৯
পাবনায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যেও বেশি কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষদের। বাংলাবাজার, পাবনা, ৩০ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৯
প্রচণ্ড গরমের মধ্যে হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন শ্রমিক মহির উদ্দিন (৬৫)। পর্যটনপাড়া, রংপুর, ৩০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৯
শস্যভান্ডার হিসেবে খ্যাত চলনবিল উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ বিল। সেই বিলের ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তাঁরা প্রতিমণ ধান কেটে দলগতভাবে মজুরি পাবেন ছয় কেজি ধান। ডোবা সেতু এলাকা, সিংড়া, নাটোর, ৩০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৫ / ১৯
কৃষ্ণচূড়া ফুল হাতে এক শিশু। তরফভাঙ্গা গ্রাম, গাবতলী, বগুড়া, ৩০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৬ / ১৯
প্রখর রোদ ও গরমে বোরো জমিতে পানি শুকিয়ে যাচ্ছে। তাই সেচযন্ত্র ও ছাতা নিয়ে জমিতে সেচ দিতে যাচ্ছেন কৃষক। হরনারায়ণপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৯
বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পণ্য বিক্রির জন্য অটোরিকশায় করে বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রেতা। ভাটপাড়া এলাকা, কুমিল্লা, ৩০ এপ্রিল
ছবি: এম সাদেক
১৮ / ১৯
বাড়ির আঙিনায় থাকা ফলগাছে ঝুলছে অড়বরই। হর্টিকালচার, শাসনগাছা, কুমিল্লা, ৩০ এপ্রিল
ছবি: এম সাদেক
১৯ / ১৯
প্রখর রোদের মধ্যে ভুট্টাখেত থেকে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করছেন এই নারী। শেখপাড়া এলাকা, রংপুর, ৩০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম