একঝলক (২০ মে ২০২৫)

১ / ২০
পথের ধারে ফুটে থাকা এমন ফুল পথিকের নজর কাড়বে। মালতিনগর স্টাফ কোয়ার্টার, বগুড়া, ২০ মে
ছবি: সোয়েল রানা
২ / ২০
আমগাছে হলদে পাখি। ফুলকোর্ট, শাজাহানপুর, বগুড়া, ২০ মে
ছবি: সোয়েল রানা
৩ / ২০
সিলেটে সকাল থেকে মুষলধারে বৃষ্টি নামে। একটানা বৃষ্টির পানিতে নগরের বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে যায়। লামাপাড়া, শিবগঞ্জ, সিলেট, ২০ মে
ছবি: আনিস মাহমুদ
৪ / ২০
বড়শি নিয়ে মাছ ধরতে চলেছেন মৎস্য শিকারিরা। তেলিগাতী, দিঘলিয়া, খুলনা, ২০ মে
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
বৃষ্টিস্নাত রাধাচূড়ার শোভা। হাদি ফকিরহাট, মিরসরাই, চট্টগ্রাম, ২০ মে
ছবি: ইকবাল হোসেন
৬ / ২০
পাকা বট ফল খুঁজে খুঁজে খাচ্ছে বুলবুলি পাখিটি। মুজগুন্নী, খুলনা, ২০ মে
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২০
পুকুরের পানিতে ভেসে বেড়াচ্ছে রাজহাঁসের দল। জোড়াগেট, খুলনা, ২০ মে
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২০
বর্ষা শুরু হলে ছাতা সারাইয়ের কাজ বাড়ে। বাড়ি বাড়ি গিয়ে ছাতা সারাই করতে রাস্তায় নেমেছেন মোহাম্মদ আলী। বাদামতলী, মিরসরাই, চট্টগ্রাম, ২০ মে
ছবি: ইকবাল হোসেন
৯ / ২০
চরের জমিতে চাষ করা ঘাস কেটে ঘোড়ার গাড়িতে বিক্রির জন্য নেওয়া হচ্ছে হাটে। মুজিববাঁধ, সুজানগর সড়ক, পাবনা, ২০ মে
ছবি: হাসান মাহমুদ
১০ / ২০
সাতসকালে ভেড়া চরাতে বের হয়েছেন এই নারী। চর শিবরামপুর, পাবনা, ২০ মে
ছবি: হাসান মাহমুদ
১১ / ২০
বিক্রির জন্য নেওয়া হচ্ছে মুরগির খাঁচা। প্রতিটি খাঁচা বিক্রি হয় ১০০ টাকায়। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২০ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১২ / ২০
বৃষ্টিতে পাড় ভেঙে পুকুরের মাছ বের হয়ে যাচ্ছে। তাই মাছ ধরতে দল বেঁধে পুকুরে জাল ফেলছেন এলাকাবাসী। রামজীবন, রংপুর, ২০ মে
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২০
সিলেটে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়। মুষলধারে বৃষ্টিতে ছাতা মাথায় কয়েকজন। মেজরটিলা, সিলেট, ২০ মে
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
প্রকৃতিতে রক্তিম আভা ছড়িয়েছে গ্রীষ্মের ফুল কৃষ্ণচূড়া। বাঘাইছড়ি, রাঙামাটি, ২০ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২০
খড়কুটা থেকে ধান আলাদা করতে ব্যস্ত হাওরের এক কৃষক। হুমাইপুর, কিশোরগঞ্জ, ১৯ মে
ছবি: তাফসিলুল আজিজ
১৬ / ২০
বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠে পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২০ মে
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার বিচারপ্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দ্বিতীয় দিন প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২০ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২০
প্রচণ্ড গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। বৃষ্টিতে খেলায় মেতেছে শিশুটি। বাস্তুহারা, খুলনা নগরী, ২০ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২০
বোরো ধান কেটে নিয়েছেন কৃষকেরা। সদ্য ধান কেটে নেওয়া জমিতে খাবারের সন্ধানে ঝাঁক বেঁধে নেমেছে শামুকখোল পাখি। দক্ষিণ জাল্লাবাদ, নিকলী, কিশোরগঞ্জ, ১৯ মে
ছবি: তাফসিলুল আজিজ
২০ / ২০
সকাল থেকে ছিল ঝলমলে রোদ। হঠাৎ আকাশে কালো মেঘের ঘনঘটা। কিছুক্ষণ পরই শুরু হয় ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ২০ মে
ছবি: সাইয়ান