একঝলক (১২ মার্চ ২০২৫)

১ / ১৯
সড়কের পাশে সূর্যমুখীর খেত দেখে অটোরিকশা থামিয়ে সেলফি তুলছেন এক চালক। সরারচর সড়ক, বাজিতপুর, কিশোরগঞ্জ, ১১ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
২ / ১৯
গ্রামে ঘুরে ঘুরে শজনে কিনে সবজির আড়তে বসে আঁটি বাঁধছেন বিক্রেতারা। খড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ১২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৯
ধানের খেতে খাবারের সন্ধানে বকের দল। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ১২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৯
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। বাঘের বাজার, গাজীপুর, ১২ মার্চ
ছবি: প্রথম আলো
৫ / ১৯
গবাদিপশুর জন্য চর থেকে ঘাস কেটে আনা হয়েছে। পশ্চিম চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১২ মার্চ
ছবি: সাইয়ান
৬ / ১৯
খেলনা পাখি ফেরি করছেন এক বিক্রেতা। বান্দ রোড, বরিশাল, ১২ মার্চ
ছবি: সাইয়ান
৭ / ১৯
যমুনা নদীর ধারে ফুটে আছে শলুক ফুল। চন্দনবাইশা, সারিয়াকান্দি, বগুড়া, ১২ মার্চ
ছবি: সোয়েল রানা
৮ / ১৯
যমুনা নদীতে জেলে রাসেল হাওলাদার জালে ধরা পড়েছে প্রায় আট কেজি ওজনের একটি মাছ। বিক্রির জন্য মাছটি ক্রেতাকে দেখানো হচ্ছে। রৌহদহ খেয়াঘাট, সারিয়াকান্দি, বগুড়া, ১২ মার্চ
ছবি: সোয়েল রানা
৯ / ১৯
ঈদ সামনে রেখে জমে উঠেছে পোশাকের বেচাকেনা। দেওভোগ, নারায়ণগঞ্জ, ১২ মার্চ
ছবি: প্রথম আলো
১০ / ১৯
রমজানে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল ও ছোলা বিক্রি করছে টিসিবি। পণ্যবাহী ট্রাক আসামাত্রই হুমড়ি রেখে পড়েছে মানুষ। আলীপুর, ফরিদপুর, ১২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৯
আলু তুলে বিপাকে কৃষক জোবায়দুল ইসলাম। হিমাগারে সংরক্ষণ করার চেষ্টা করেও রাখতে পারেননি। তাই ১৩ টাকা কেজিতে মাঠেই পাইকারের কাছে বিক্রি করছেন। মাছহারি, কাউনিয়া, রংপুর, ১২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৯
ঈদ সামনে রেখে রংপুরের একটি কারখানায় তৈরি করা লাচ্ছা সেমাই নিয়ে লালমনিরহাটের বাজারে সরবরাহ করতে যাচ্ছেন এই মৌসুমি ব্যবসায়ী। দর্শনা, রংপুর, ১২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৯
হিমাগারে আলু রাখা নিয়ে ভোগান্তিতে চাষিরা। হিমাগারের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। বিনোদপুর, রংপুর, ১২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৯
চ্যাপা শুঁটকি সংরক্ষণের জন্য উপযোগী পাত্র মাটির মাটকা। এসব মটকায় ৪০ থেকে ৪৫ কেজি শুঁটকি চেপে চেপে জাগ দিয়ে রাখা হয়। বাজারে চ্যাপা শুঁটকির চাহিদাও বেশ। শুঁটকি তৈরির আগে রোদে মটকা শুকাতে দেওয়া হয়েছে। মাছিমপুর, সিলেট, ১২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৯
শুকনা মৌসুমে স্রোতহীন সুরমা নদীর পানি। নদীর মাঝখানে সেতুর পিলার ঘেঁষে নৌকায় বসে মাছ শিকার করছেন দুজন মৎস্যজীবী। শাহজালাল সেতু, সিলেট, ১২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৯
ঈদুল ফিতর সামনে রেখে জমে উঠছে কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ মার্চ
ছবি: সাজেদুল আলম
১৭ / ১৯
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন বান্দরবানের ছাত্র–জনতা। জেলা প্রশাসক কার্যালয় এলাকা, বান্দরবান, ১২ মার্চ
ছবি: মংহাইসিং মারমা
১৮ / ১৯
সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পারফরম্যান্স আর্ট প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগ। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১৯ / ১৯
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিরা। মুক্তিযুদ্ধ জাদুঘর, আগারগাঁও, ঢাকা
ছবি : তানভীর আহাম্মেদ