একঝলক (১৩ মে ২০২৩)

১ / ১৬
ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি রোধ ও উদ্ধার তৎপরতার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস স্টেশন, সোনাগাজী, ফেনী, ১৩ মে।
ছবি: প্রথম আলো
২ / ১৬
সবুজ মাঠে হেঁটে বেড়াচ্ছে একটি ময়ূর। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, ১৩ মে।
ছবি: সাদিক মৃধা
৩ / ১৬
ঘূর্ণিঝড় মোখার কারণে আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি নামার আগে ধান ঝেড়ে ঘরে তোলার তোড়জোড় কৃষকের। গোয়ালখালী, খুলনা, ১৩ মে।
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৬
পথের ধারে আমগাছ। সেই গাছ থেকে আম পেড়ে পথের ধারেই খেতে বসেছেন কয়েকজন তরুণ। লাহিড়ী হাট, রংপুর, ১৩ মে।
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৬
টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরছেন শৌখিন মৎস্যশিকারিরা। কেন্দ্রীয় শাহি ঈদগাহ পুকুর, সিলেট, ১৩ মে।
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
পুকুরে ফুটেছে চোখজুড়ানো লাল শাপলা। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সিলেট, ১৩ মে।
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
গরমে শসার চাহিদা বেড়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার বাজারে বিক্রি হয় এসব শসা। পাইকারি বাজারে প্রতি কেজি ১৭ থেকে ২০ টাকায় বিক্রি হয়। চাষিদের কাছ থেকে শসা কিনে তা বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। বৈরাগীগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, ১৩ মে।
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৬
খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ। নয়াপল্টন, ঢাকা, ১৩ মে
ছবি: দীপু মালাকার
৯ / ১৬
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৬
ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার আশঙ্কায় তড়িঘড়ি করে খেতের ধান কাটছেন এক কৃষক দম্পতি। কাফুরা, গেরদা, ফরিদপুর ১৩ মে
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৬
বাজারে উঠছে তাল। বিক্রেতা ফারুক শেখ গ্রাম থেকে সে তাল নিয়ে যাচ্ছেন শহরে। প্রতি তাল ২০ টাকা দরে বিক্রি করবেন তিনি। হাড়োকান্দি, ফরিদপুর, ১৩ মে
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৬
বিলের পানিতে নেমে বাড়ির গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করছেন গৃহবধূ চায়না বেগম। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ১৩ মে
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৬
পাকা ধান কেটে বাড়িতে নিচ্ছেন চাষিরা। পদাগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, ১৩ মে
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৬
ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় স্ক্র্যাপ জাহাজ মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছেন জাহাজভাঙা শিল্পমালিকেরা। আরেফিন শিপ ব্রেকিং ইয়ার্ড, কদমরসুল, চট্টগ্রাম, ১৩ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৫ / ১৬
বাড়ির গলিতেই বুদ্‌বুদ উড়িয়ে খেলছে শিশুরা। দৌলতপুর, খুলনা, ১৩ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৬
প্রখর রোদে ছাতা মাথায় ভুট্টা তুলছেন এক চাষি। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১৩ মে
ছবি: মঈনুল ইসলাম