একঝলক (৪ জুন, ২০২৩)

১ / ১৮
এই তীব্র গরমে ওএমএসের চাল নিতে লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা। গরমে অতিষ্ঠ হয়ে কেউ মাথায় ব্যাগ দিয়ে রেখেছেন। শিববাড়ি মোড়, খুলনা, ৪ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
শিক্ষার্থীকে মোটরসাইকেলে বসিয়ে গন্তব্যে যাচ্ছেন দুই অভিভাবক। তাঁদের কারও মাথায় হেলমেট নেই। কোর্ট পয়েন্ট, সিলেট, ৪ জুন
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
কাগজের ফুল ও চরকি বিক্রির জন্য বেরিয়েছেন এই ফেরিওয়ালা। নগরের বিভিন্ন এলাকায় ঘুরে শিশুদের জন্য এসব পণ্য বিক্রি করবেন তিনি। ধোপাদীঘিরপাড় এলাকা, সিলেট, ৪ জুন
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৮
ধান কেটে নেওয়ার পর জমিতে জমা কাদাপানিতে খাবারের খোঁজে দাঁড়িয়ে আছে বক। ভাটবাউর, মানিকগঞ্জ সদর, ৪ জুন
ছবি: আব্দুল মোমিন
৫ / ১৮
প্রমত্ত পদ্মায় চর জেগেছে। এই গরমের দিনে মুক্ত বাতাস পেতে বিকেলে অনেকেই সেই নদীর পাড়ে এসেছেন ঘুরতে। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৩ জুন
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৮
বৃষ্টির দেখা নেই। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ইটভাটার ক্লান্ত এই শ্রমিক বিশ্রাম নিতে গিয়ে গাছের ডালে ঘুমিয়ে পড়েছেন। আদমপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৩ জুন
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৮
গরমে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলা তিনটার দিকে, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্সিগঞ্জ, ৪ জুন
ছবি: প্রথম আলো
৮ / ১৮
পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে মাছের আনাগোনা বেড়েছে। চাহিদা পড়েছে মাছ ধরার চাঁইয়ের। তাই মাগুরা থেকে চাঁই সংগ্রহ করে পদ্মা নদীর তীর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কমলাপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৪ জুন
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৮
প্রচণ্ড দাবদাহের পর রংপুরে অবশেষে স্বস্তির বৃষ্টি। মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে শিশুটি। উত্তম বানিয়াপাড়া এলাকা, রংপুর, ৪ জুন
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৮
বিশেষ ধরনের জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরছেন এই জেলে। বেলে, শিং, পুঁটি, কই, টাকি প্রভৃতি মাছ পাওয়া যাচ্ছে। সোনারগাঁয়ের মুগারচর এলাকায়, নারায়ণগঞ্জ, ৪ জুন
ছবি: দিনার মাহমুদ
১১ / ১৮
প্রখর রোদ থেকে বাঁচতে মাথার ওপর পত্রিকা মেলে ধরেছেন এই ব্যক্তি। নবীগঞ্জ গুদারাঘাট এলাকায়, নারায়ণগঞ্জ, ৪ জুন
ছবি: দিনার মাহমুদ
১২ / ১৮
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। কিছুটা স্বস্তি পেতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। কাইকারটেক, নারায়ণগঞ্জ, ৪ জুন
ছবি: দিনার মাহমুদ
১৩ / ১৮
তিন দিন ধরে খাদ্যের সন্ধানে এ টিলা থেকে ও টিলা চষে বেড়াচ্ছে ৪০টি ছোট–বড় বন‌্য হাতির দল। তারা সীমান্তবর্তী জঙ্গল ছেড়ে প্রায় ২ কিলোমিটার দূরে সমতলে চলে এসেছে। এ নিয়ে সীমান্তের গ্রামগুলোর মানুষ রয়েছে হাতি আতঙ্কে। দুপুর ১২টার দিকে, কালাপানি এলাকা, নালিতাবাড়ী, শেরপুর, ৪ জুন
ছবি: আবদুল মান্নান
১৪ / ১৮
দেড় কিলোমিটার দূরের নানাবাড়িতে স্কেটিং করে যাচ্ছে এই কিশোর। হোসেননগর এলাকা, রংপুর, ৪ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৮
ভ্যানের ওপর বস্তা, তার ওপর কার্টন। তার ওপর বসে গন্তব্যে চলেছেন তিনি। শেরেবাংলা সড়ক, খুলনা, ৪ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৮
প্রচণ্ড রোদ আর গরমে কাজ থেমে নেই। জমি থেকে ধান কেটে বাড়ি ফিরছেন চাষিরা। রঘু এলাকা, রংপুর, ৪ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৮
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। যে যা দিয়ে পারছে রোদ থেকে বাঁচার চেষ্টা করছে। ছোট্ট একটা ছাতা দিয়ে তিনজনের ছায়া পাওয়ার চেষ্টা। ময়লাপোতা মোড়, খুলনা, ৪ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ১৮
ধানের হাটগুলো এখনো বেশ জমজমাট নতুন ধান কেনাবেচায়। ভোর থেকে শুরু হওয়া এই হাটে কৃষকের কাছ থেকে ধান কিনে একসঙ্গে রেখে তা বস্তাবন্দী করে নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা। বর্তমানে হাটে মানভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১৫০ টাকায়। টেবুনিয়া, পাবনা, ৪ জুন
ছবি: হাসান মাহমুদ