একঝলক (১০ জুলাই ২০২৫)

১ / ২২
বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে সবুজ পাতা। মুজগুন্নী, খুলনা, ১০ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২২
বৃষ্টির দিনে সবজির পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। কাশিপুর, পাবনা, ১০ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৩ / ২২
কাজ শুরু হলেও একের পর এক মামলা হওয়ায় দীর্ঘদিন ধরে আটকে আছে ইছামতী নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। আটুয়া, পাবনা, ১০ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৪ / ২২
নৌকায় চেপে জেলা শহরে আসছেন বরকল উপজেলা সদরের মানুষেরা। বরকল, রাঙামাটি, ১০ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২২
কাপ্তাই হ্রদের পানিতে গাঙচিলের ওড়াউড়ি। সুবলং, রাঙামাটি, ১০ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২২
জলাশয় থেকে শাপলা ফুল তুলে বাড়ি ফিরছে শিশুরা। চন্দনপাট, রংপুর, ১০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২২
ফেরি করে কাগজের রঙিন ফুল বিক্রি করছেন একজন। লালবাগ, রংপুর, ১০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২২
টানা বৃষ্টিতে পাতার নিচে আশ্রয় নিয়েছে একটি ঘুঘু। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ১০ জুলাই
ছবি: সাদিক মৃধা
৯ / ২২
বর্ষা মৌসুমে ছাতা মেরামতকারীদের ব্যস্ততা বেড়েছে। কান্দিরপাড়, কুমিল্লা, ১০ জুলাই
ছবি: আবদুর রহমান
১০ / ২২
জলাশয়ে ফুটে আছে অসংখ্য শাপলা ফুল। বাজিতপুর, কিশোরগঞ্জ, ৯ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
১১ / ২২
জমি থেকে পুরোনো মরিচের গাছ তুলে ফেলছেন কৃষকেরা। ঝলই শালশিরি, বোদা, পঞ্চগড়, ৯ জুলাই
ছবি: রাজিউর রহমান
১২ / ২২
প্রবল বৃষ্টি আর উজানের পানির স্রোতে গোমতী নদীর ভাঙনে ২৪টি পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। খোশকান্দি, দাউদকান্দি, কুমিল্লা, ১০ জুলাই।
ছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ২২
ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট। কুট্টাপাড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১০ জুলাই
ছবি: বদর উদ্দিন
১৪ / ২২
ধীর স্রোতে পানি বইছে মনু নদে। স্রোতে ভেসে জোড়া নৌকায় মাছ ধরছেন কয়েকজন মৎস্যজীবী। শান্তিবাগ, মৌলভীবাজার, ১০ জুলাই
ছবি: আকমল হোসেন নিপু
১৫ / ২২
বাগান থেকে ঝুড়িভর্তি আনারস নিয়ে গন্তব্যে যাচ্ছেন দুই ব্যক্তি। ফারুক পাড়া, বান্দরবান, ১০ জুলাই
ছবি: মংহাইসিং মারমা
১৬ / ২২
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জমিতে জমে থাকা পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। দিঘি, মানিকগঞ্জ, ১০ জুলাই
ছবি: আব্দুল মোমিন
১৭ / ২২
খাদ্য অধিদপ্তর কর্তৃক খোলাবাজারে চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা প্রতি কেজি ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। স্বল্প আয়ের মানুষ চাল ও আটা কিনতে লাইনে দাঁড়িয়েছেন। সোনাডাঙ্গা, খুলনা, ১০ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২২
ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ৬০টি পরিবার। বন্যায় এদের সবার ছাপরা ঘর ভেসে গেছে। বিদ্যালয়ের একটি কক্ষে আশ্রয় নিয়েছেন বানভাসি মানুষ। ফুলগাজী, ফেনী, ১০ জুলাই
ছবি: প্রথম আলো
১৯ / ২২
নতুন করে গ্রাফিতি আঁকার জন্য মুছে ফেলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময়ের আঁকা গ্রাফিতি। বিজয় সরণি, ঢাকা, ১০ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
২০ / ২২
বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক গাছের বীজ দিচ্ছেন, আর রাস্তার ঢালে নিড়ানি দিয়ে গর্ত করে সেগুলো পুঁতে দিচ্ছে বালক শিক্ষার্থীরা। মনোহরপুর সড়ক, মনাকষা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ১০ জুলাই
ছবি: প্রথম আলো
২১ / ২২
বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা কাদাজলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পা টিপে টিপে চলাচল করছেন পথচারীরা। সাতমাথা, বগুড়া, ১০ জুলাই। ছবি: সোয়েল রানা
২২ / ২২
বৃষ্টির মধ্যে জীবিকার তাগিদে বেরিয়েছেন এই খাবার বিক্রেতা। সড়কে ঘুরে ঘুরে শাহি পরোটা আর হালুয়া বিক্রি করছেন তিনি। দিনে আয় করেন ৪০০ থেকে ৫০০ টাকা। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ১০ জুলাই
ছবি: আলীমুজ্জামান