একঝলক (১৬ মার্চ ২০২৪)

১ / ২২
চৈত্রের শুরুতেই গরমে তীব্রতা বেড়েছে। চা-বাগানের ছড়ার পানি পান করছে তৃষ্ণার্ত বানরটি। মালনীছড়া চা-বাগান, সিলেট, ১৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২ / ২২
খেত থেকে কাঁধে করে কাটা গমের আঁটি নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। নন্দগ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৬ মার্চ
ছবি: সোয়েল রানা
৩ / ২২
গাছে ফুটে আছে ডালিয়া ফুল। বৌলাই এলাকা, কিশোরগঞ্জ, ১৬ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ২২
মাছ শিকারের জন্য খালে জাল ফেলছেন এক ব্যক্তি। নন্দগ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৬ মার্চ
ছবি: সোয়েল রানা
৫ / ২২
সম্প্রতি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে ১০০ হেক্টর জমির পান। সেখানে নতুন করে পানবরজ তৈরি করছেন দুই কৃষক। মাধবপুর, ভেড়ামারা কুষ্টিয়া, ১৬ মার্চ
ছবি: তৌহিদী হাসান
৬ / ২২
আকৃতি ও মান অনুযায়ী সফেদা ফল বাছাই করে আলাদা আলাদা টুকরিতে রাখছেন দুই বিক্রেতা। চারারগোপ এলাকা, নারায়ণগঞ্জ, ১৬ মার্চ
ছবি: দিনার মাহমুদ
৭ / ২২
চা-গাছের সবুজ কচি চা-পাতায় বসে আছে প্রজাপতি। মালিনীছড়া চা-বাগান, সিলেট, ১৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৮ / ২২
পদ্মা নদীর ওপর শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ। পাশে দৃশ্যমান হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার। ভেড়ামারা পদ্মার পাড়, কুষ্টিয়া, ১৬ মার্চ
ছবি: তৌহিদী হাসান
৯ / ২২
চা-বাগানের কাজ শেষে চৈত্রের দুপুরে ছড়ার শীতল পানিতে পা ভিজিয়ে পথ চলেছেন নারী চা-শ্রমিক। মালিনীছড়া চা-বাগান, সিলেট, ১৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১০ / ২২
আলুর খেতে লাঙল টেনে মাটি আলগা করা হচ্ছে। এরপর সেখান থেকে আলু তোলা শুরু হবে। বল্লভবিষু এলাকা, কাউনিয়া, রংপুর, ১৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২২
তিস্তার চরে চাষ করা গম কাটা শুরু হয়েছে। কাটা শেষে নদীর পাড়ে গম মাড়াই করছেন চাষিরা। বালাপাড়া এলাকা, কাউনিয়া, রংপুর, ১৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
জমিতে লুকিয়ে থাকা আলু কুড়াচ্ছে নানা বয়সের মানুষ। গোপীনাথপুর এলাকা, কাউনিয়া, রংপুর, ১৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২২
মাছ ধরতে জাল নিয়ে জলাশয়ের দিকে যাচ্ছেন কয়েকজন। মাছহারি এলাকা, কাউনিয়া, রংপুর, ১৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২২
গরুর মাংস কেটে আলাদা করে দোকানে সাজিয়ে রাখছেন বিক্রেতা। যদিও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিচ্ছেন তিনি। ময়লাপোতা মোড়, খুলনা, ১৬ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২২
সড়কের একটি অংশ ভেঙে গেছে। পথচারীদের সতর্ক করতে সেখানে গাছের শুকনা ডাল ও কাপড় বেঁধে রাখা হয়েছে। জলছত্র এলাকা, রংপুর, ১৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
সাইকেলে চড়ে জমিতে যাওয়ার পর সেগুলো আলে রেখে কাজ করছেন কৃষিশ্রমিকেরা। বুড়াইল এলাকা, রংপুর, ১৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২২
খেত প্রস্তুত শেষে দল বেঁধে মরিচের চারা রোপণ করছেন কৃষকেরা। কোষা গোপালপুর এলাকা, কানাইপুর, ফরিদপুর, ১৬ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২২
সুরমা নদীতে নৌকায় ভেসে ভেসে মাছ শিকার করছেন দুই ব্যক্তি। তোপখানা এলাকা, সিলেট, ১৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২২
খেত থেকে তোলা মসুর ডালের গাছ। সেগুলো আঁটি বেঁধে ভ্যানে বাড়ি ফিরছেন কৃষক। ঝাউখোলা, কানাইপুর, ফরিদপুর, ১৬ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২০ / ২২
পাইকারি বিক্রির জন্য খামার থেকে আড়তে ডিম আনার পর ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকেরা। লালবাজার, সিলেট, ১৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২১ / ২২
ফুলের চারা কিনে সেগুলো নিয়ে বাড়ি ফিরছে শিশুরা। উপজেলা চত্বর, ঈশ্বরদী, পাবনা, ১৫ মার্চ
ছবি: হাসান মাহমুদ
২২ / ২২
গাছের ডালে কোকিলের বাসা। লাভলাইন এলাকা, চট্টগ্রাম, ১৬ মার্চ
ছবি: সৌরভ দাশ