একঝলক (২১ ডিসেম্বর, ২০২২)

১ / ১২
বিটিআরআই উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান। তাই আলপনা এঁকে ক্যাম্পাসকে রাঙিয়ে তুলছে শিক্ষার্থীরা। মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ২১ ডিসেম্বর
ছবি শিমুল তরফদার
২ / ১২
হাওরে পানি কমে যাওয়ায় হাওরপারের কৃষকেরা বোরো রোপণের প্রস্তুতি নিচ্ছেন। বোরো চারা রোপণ করার আগে জমিতে পানি সেচ দিচ্ছেন এক কৃষক। জিলকার হাওর, সিলেট , ২১ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৩ / ১২
আমন ধান কাটা শেষে চলছে মাড়াইয়ের কাজ। খেতের পাশেই মেশিন দিয়ে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। সোনাতলা, সিলেট, ২১ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১২
পদ্মা নদীতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২০ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক।
৫ / ১২
সাইকেলে চেপে মাছ শিকারে যাচ্ছেন তিন জেলে। মাছ ধরার জাল ও পাতিল সাইকেলে বেঁধে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। কাগইল গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২১ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ১২
কিনে আনা ফুলকপি সাজাচ্ছেন মাসুদ রানা। ফুলকপিগুলো রাজধানী ঢাকার আব্দুল্লাহপুরে বাজারে বিক্রির জন্য নেওয়া হবে। সাহাপুর গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২১ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ১২
নতুন আমন ধানে সরগরম ধানের বাজার। মানভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায়। বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা ধান কেনার পর তা ট্রাকে বোঝাই করছেন শ্রমিকেরা। জোরারগঞ্জ, মিরসরাই, ২১ ডিসেম্বর
ছবি: ইকবাল হোসেন
৮ / ১২
কাপ্তাই হ্রদে বেলা শেষে জাল ফেলেছেন জেলেরা। জালে আটকে পড়া মাছ তোলা হবে ভোরে। বন্দুক ভাঙ্গা, রাঙামাটি, ২১ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
বড় ইমারতের পাইলিং করতে প্রয়োজন হয় বড় পাইপের। ওয়ার্কশপে সে পাইপের ঝালাইয়ের কাজে ব্যস্ত শ্রমিক। এক শ্রমিক এ কাজে প্রতিদিন ৫০০ টাকা মজুরি পান। মুজগুন্নী, খুলনা, ২১ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
রেহাল তৈরির কাজে ব্যস্ত সিরাজুল ইসলাম। মেহগনি কাঠের তৈরি রেহাল রং করছেন তিনি। প্রতিটি রেহাল ৪০০ টাকায় বিক্রি করেন তিনি। বয়রা কলেজ মোড়, খুলনা, ২১ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১২
গাদা ফুলে মধু আহরণ করছে এক মৌমাছি। ডুলিপাড়া, কুমিল্লা, ২১ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১২ / ১২
আধুনিক প্রযুক্তি হারভেস্টার ব্যবহার করে ধান কাটা হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ৬০০ থেকে ৭০০ শতাংশ জমির ধান কাটা যায় হারভেস্টার মেশিনের মাধ্যমে। মেশিনের সাহায্যে ধান কেটে তা ট্রাক্টরে ভরা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। লাকুটিয়া এলাকা, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ২১ ডিসেম্বর
ছবি: সাইয়ান