একঝলক (২৭ আগস্ট ২০২৫)

১ / ২৫
ধানখেতে পাখি তাড়াতে বসানো হয়েছে কাকতাড়ুয়া। রাজুখাঁ, রংপুর, ২৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
২ / ২৫
ফড়িং প্রাচীন পতঙ্গগুলোর একটি। বাহারি ফড়িংগুলো প্রকৃতির অনন্য সৌন্দর্য। ধনঞ্জয়, গাবতলী, বগুড়া, ২৭ আগস্ট
ছবি: সোয়েল রানা
৩ / ২৫
সকালের রোদে পালক শুকিয়ে নিচ্ছে শালিক পাখিটি। লেমুছড়ি, রাঙামাটি, ২৭ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৫
বানার নদের জলে সাঁতার কাটছে দুই জোড়া সরালি। এগুলো বুনো হাঁস নামেও পরিচিত। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ২৭ আগস্ট
ছবি: সাদেক মৃধা
৫ / ২৫
পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের পাঙাশ মাছটি ৬৭ হাজার টাকায় বিক্রি হয়। কলাবাগান, দৌলতদিয়া, রাজবাড়ী, ২৭ আগস্ট
ছবি: প্রথম আলো
৬ / ২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদ করেন কবির পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ আগস্ট
ছবি: প্রথম আলো
৭ / ২৫
মরিচখেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। মহিষমুডা, কাহালু, বগুড়া, ২৭ আগস্ট
ছবি: সোয়েল রানা
৮ / ২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে প্রার্থী ও তাঁদের সহমর্থকেরা লিফলেট হাতে শিক্ষার্থীদের মধ্যে প্রচার চালাচ্ছেন। কলাভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ আগস্ট
ছবি: জাহিদুল করিম
৯ / ২৫
ঝুমকো জবা ফুল ফুটেছে। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৭ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৫
সন্ধ্যায় হাওরে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। বড়িবাড়ি হাওর, ইটনা, কিশোরগঞ্জ, ২৬ আগস্ট
ছবি: তাফসিলুল আজিজ
১১ / ২৫
কাজের ফাঁকে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন একজন। পাশেই জলাশয় থেকে উঠে এসেছে একটি রাজহাঁস। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৭ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৫
জুম থেকে ঝুড়িভর্তি ভুট্টা নিয়ে বাড়ি ফিরছেন এক মারমা নারী। গুংগুরু আগা পাড়া, বান্দরবান, ২৭ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
১৩ / ২৫
বাড়ির পাশে ফাঁকা জায়গায় কাবাডি খেলছে শিশু–কিশোরেরা। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ২৫
ভ্যানে করে রাবার নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। বাকীছড়া মুখ, বান্দরবান, ২৭ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
১৫ / ২৫
পদ্মা নদীতে বাঁশের সঙ্গে চাক জাল পেতে মাছ ধরছেন একজন। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ২৭ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
১৬ / ২৫
বাগানে ফুটে আছে ইন্ডিয়ান হেড জিঞ্জার। ঘুড়কা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ আগস্ট
ছবি: সাজেদুল আলম
১৭ / ২৫
বাড়ির দাওয়ায় বসে খেলছে শিশুরা। মেকুড়া, রংপুর, ২৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৫
বর্ষা শেষে প্রকৃতিতে এখন শরতের ছোঁয়া। নীলাকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে সেই বারতা। চর বাঙ্গাবাড়িয়া, হিমাইতপুর, পাবনা, ২৭ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৫
বাড়ির উঠানে মুরগি রাখার জন্য বাঁশ দিয়ে খুপরি তৈরি করছেন একজন। মেকুড়া, রংপুর, ২৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৫
জমিতে মরিচগাছ পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক। চর ভবানীপুর, হিমাইতপুর, পাবনা, ২৭ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুল ভাস্কর্যে কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ত্রিশাল, ময়মনসিংহ, ২৭ আগস্ট
ছবি: প্রথম আলো
২২ / ২৫
টিফিনের ফাঁকে দোলনায় দুলছে শিক্ষার্থীরা। কল্যাণী সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৫
পদ্মা নদীর ঘাটে কাপড় কাচাসহ দৈনন্দিন কাজ করছেন গৃহবধূ। বালিয়াডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর, ২৭ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
২৪ / ২৫
নির্মাণকাজের জন্য ট্রলারে করে নদীপথে ইট নিয়ে যাচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা। আইজউদ্দিন মাতুব্বরের ডাংগী, ডিক্রির চর, ফরিদপুর, ২৭ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
২৫ / ২৫
পুব আকাশে জমেছে কালো মেঘ। বাতাসে হিমেল পরশ। গুঠিয়া, উজিরপুর, বরিশাল, ২৭ আগস্ট
ছবি: সাইয়ান