আর মাত্র এক সপ্তাহ পরেই ঈদুল আজহা। শেষ সময়ে তাই জমে উঠেছে পশুর হাটগুলো। বিভিন্ন এলাকা থেকে হাটে আনা এসব গরুর ব্যাপারীরা কিনে নিয়ে যান ঢাকার হাটগুলোতে; আর স্থানীয় বাসিন্দারা মূলত গরু কেনেন শেষের দু–তিন হাটে। হাজিরহাট, আরিফপুর, পাবনা, ৩০ মেছবি: হাসান মাহমুদ
২ / ১৮
সাগর উত্তাল, এর মধ্যে সন্দ্বীপ থেকে ট্রলারে যাত্রা করে ঢেউয়ের পানিতে ভিজে ও বমি করে উপকূলে পৌঁছান পরীক্ষার্থী ও বিদেশগামী যাত্রীরা। বেলা সাড়ে তিনটা, কুমিরা নৌঘাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৩০ মেছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৩ / ১৮
বৈরী আবহাওয়ায় দ্বিতীয় দিনেও অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে পায়রা নদীতে জোয়ারের পানি চার–পাঁচ ফুট উঁচুতে প্রবাহিত হয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী বাজার, সুবিদখালী বাজার ও পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা দুই–তিন ফুট পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পায়রাকুঞ্জ ফেরিঘাট, মির্জাগঞ্জ, পটুয়াখালী, ৩০ মেছবি: প্রথম আলো
৪ / ১৮
বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের আয়োজনে ‘পান্থকুঞ্জ মোকদ্দমা: জনগণ বনাম অন্তর্বর্তী সরকার’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়। পান্থকুঞ্জ পার্ক, ঢাকা, ৩০ মেছবি: সাজিদ হোসেন
৫ / ১৮
বৃষ্টিতে কুমিল্লা নগরের সালাউদ্দিন মোড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কুমিল্লা, ৩০ মেছবি: আবদুর রহমান
৬ / ১৮
বিলের পানিতে নেমে গবাদিপশুর খাবার ঘাস সংগ্রহ করছেন কৃষক। দক্ষিণ গোয়ালচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৩০ মেছবি: আলীমুজ্জামান
৭ / ১৮
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার রাত থেকে ঝোড়ো বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছে। এ সময় জোয়ারের পানিতে আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। বৈরী আবহাওয়ার কারণে নিরাপত্তার জন্য নদ–নদীতে নৌকায় বসবাসকারী বেদেরা তাঁদের নৌকা নিয়ে নদের তীরে প্লাবিত হওয়া জমিতে অবস্থান করেন। পরে ভাটার সময় পানি সরে গেলে প্লাবিত জমিতে তাদের নৌকাগুলো থেকে যায়। তালতলী সেতু, চরবাড়িয়া ইউনিয়ন, বরিশাল, ৩০ মেছবি: সাইয়ান
৮ / ১৮
মহাসড়কের বিভাজকের ওপর বৃষ্টিভেজা ঘাসফুল। রংপুর–ঢাকা মহাসড়কে, ধর্মদাস এলাকা, রংপুর। ৩০ মেছবি: মঈনুল ইসলাম
৯ / ১৮
টানা বৃষ্টিতে রাঙামাটি শহরের যুব উন্নয়ন এলাকার পাহাড়ের একাংশ ধসে পড়েছে। ঝুঁকিতে আছেন পাহাড়ি এলাকার বাসিন্দারা। রাঙামাটি, ৩০ মেছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৮
ভৈরব নদে চাকার টিউব ভাসিয়ে দুরন্তপনায় কিশোরেরা। ৬ নম্বর ঘাট এলাকা, খুলনা, ৩০ মেছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। ভিজে যাওয়া কাঁথা শুকাতে দিয়ে রিকশাতেই বিশ্রাম নিচ্ছেন এক রিকশাচালক। বাংলা একাডেমির সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ৩০ মেছবি: প্রথম আলো
১২ / ১৮
সড়কে বৃষ্টির পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে, উল্টে যাওয়ার ঝুঁকির মধ্যেই শত শত যানবাহন চলাচল করছে। ঢাকা-মতলব সড়ক, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ মেছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ১৮
নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় দুই দিন বিরূপ আবহাওয়া বিরাজ করে। গতকাল মধ্যরাতে পতেঙ্গা সমুদ্রসৈকতের চরপাড়া ঘাটে সাগরে পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পায় এবং প্রচণ্ড ঢেউয়ের কারণে জাহাজ দুটি নিয়ন্ত্রণ হারিয়ে কূলে উঠে আসে। পতেঙ্গা, চট্টগ্রাম, ৩০ মেছবি: জুয়েল শীল
ফিটনেসবিহীন যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। আগারগাঁও, ঢাকা, ৩০ মেছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ১৮
সড়ক ও ফুটপাতজুড়ে রাখা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইনের জন্য আনা তার। চলাচলের পথ সংকুচিত হওয়ার কারণে বিপাকে পড়তে হয় পথচারীদের। শ্যামলী, ঢাকা, ৩০ মেছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ১৮
গতকালের মতো আজও রাজধানীতে বৃষ্টি হয়েছে। বাইরে বের হওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। গাবতলী–সংলগ্ন বেড়িবাঁধে, ঢাকা, ৩০ মেছবি: জাহিদুল করিম
১৮ / ১৮
কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাটে গরু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। গরুসহ আছে ছাগল–মহিষ–উট। গাবতলী, ঢাকা, ৩০ মেছবি: জাহিদুল করিম