আমন রোপণের শেষ মৌসুমে চলছে বীজতলা থেকে চারা উত্তোলন ও রোপণের তোড়জোর। এ কাজে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি কিষান–কিষানিরা। শিমুজ্জেছড়া গ্রাম, রাঙামাটি, ৩১ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
২ / ৭
গত রাত থেকেই চলছে বৃষ্টি। কখনো গুঁড়িগুঁড়ি, কখনোবা মুষলধারে। বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে সাইকেলে চড়ে কাজে যাচ্ছেন এক ব্যক্তি। পান্ডারদিঘী, রংপুর, ৩১ জুলাইছবি: মঈনুল ইসলাম
৩ / ৭
ট্রলার পাড়ে তুলে প্রায় মাসখানেক ধরে মেরামতকাজ শেষে নামানো হচ্ছে নদীতে। এ ট্রলার দিয়েই মাছ ধরা হবে। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ৩১ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৪ / ৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিক্তা আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেন আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। প্যারিস রোড, রাজশাহী, ৩১ জুলাইছবি: শহীদুল ইসলাম
৫ / ৭
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে মানিকগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা। বিএনপির দলীয় কার্যালয়, মানিকগঞ্জ, ৩১ জুলাইছবি: আবদুল মোমিন
৬ / ৭
নদী থেকে সাড়ে ১৫ কেজির বাগাড় ধরে ঝুড়িতে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন জেলে জুলহাস সরদার। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩১ জুলাইছবি: এম রাশেদুল হক
৭ / ৭
রেললাইনের দুই পাশে জনবসতি। রেললাইনের ওপর দিয়েই চলাচল করতে হয় বাসিন্দাদের। ট্রেন এলেও অলস ভঙ্গিতে বসে থাকেন ও চলাচল করেন অনেকে। অসচেতনতায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। মুজগুন্নী, খুলনা, ৩১ জুলাইছবি: সাদ্দাম হোসেন