একঝলক (২১ সেপ্টেম্বর, ২০২৩)

১ / ১৬
কাজের খোঁজে বেড়িয়েছিলেন এই দিনমজুর। কিন্তু বৃষ্টির দিনে কাজ না পেয়ে বাড়ি ফিরছেন তিনি। ঘাঘটপাড়া এলাকা, রংপুর, ২১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৬
ওএমএসের চাল কিনে বাড়ি ফিরছেন নারীরা।আশরতপুর এলাকা, রংপুর, ২১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৬
সিলেট নগরের স্টেশন রোড এলাকায় রয়েছে বেশ কয়েকটি কাঠের দোকান। এসব দোকানে পাওয়া যায় বিভিন্ন গাছের কাঠ। ট্রাক থেকে কাঠ নামিয়ে দোকানের সামনে সাজিয়ে রাখছেন শ্রমিকেরা। স্টেশন রোড, সিলেট, ২১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৬
প্লাস্টিকের বালতির ব্যবহার বাড়লেও বাজারে এখনো টিনের বালতির চাহিদা রয়েছে। বিশেষ করে নির্মাণকাজে ব্যবহার করা হয় টিনের বালতি। কারখানা থেকে ভ্যানে করে বালতি নিয়ে যাওয়া হচ্ছে দোকানে। মেন্দিবাগ এলাকা, সিলেট, ২১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৬
নদ-নদীতে পানি কমায় ধরা পড়ছে প্রচুর মাছ। তাই বড়শি হাতে মাছ শিকারে যাচ্ছেন দুই ব্যক্তি। জ্ঞানদিয়া এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২০ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৬
হ্যাচারি থেকে মাছের পোনা এনে বিক্রি করছেন বিক্রেতা। প্রতি কেজি পোনা ২৪০ টাকায় বিক্রি করছেন। টিপনা, ডুমুরিয়া, খুলনা, ২১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৬
গৃহকর্মী সুমি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার দিন ধরে হাসপাতালে। সে যে বাসায় থাকে, সেই বাসার মালিকের ম্যানেজার তাকে শুধু হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে গেছেন। সুমির দেখাশোনা ও খাবার দিয়ে সাহায্য করছেন অন্য রোগীর স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষও সুমির চিকিৎসা খরচও বিনা মূল্যে হবে বলে আশ্বস্ত করেছে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২১ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৮ / ১৬
ওএমএসের চাল ও আটা কিনতে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। মিরপুর পল্লবী এলাকায়, ২১ সেপ্টেম্বর
ছবি: খালেদ সরকার
৯ / ১৬
বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষে থাকে ঢাকা। একিউআই অনুযায়ী, ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। দূষণের অন্যতম একটি কারণ হলো সড়কের ধুলা। রাজধানীর গাবতলীতে ভাঙাচোরা সড়কে উড়ছে ধুলা। ঢাকা, ২১ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৬
ঝুঁকিপূর্ণভাবে চলন্ত গাড়ির সামনে দিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে সড়ক পার হচ্ছেন এক পথচারী। মিরপুর রোড, ২১ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৬
একজোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠিয়ে এর পরিবর্তে ঢাকা থেকে একটি জলহস্তী পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এটির বয়স ১২ বছর। দ্বিতীয় ধাপে সপ্তাহখানেক পর আরও একটি জলহস্তী এ চিড়িয়াখানায় আসবে। চট্টগ্রাম চিড়িয়াখানায়, ২১ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
১২ / ১৬
অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপার হচ্ছে ইঞ্জিনচালিত ট্রলার। যাত্রীদের তুলনায় ট্রলারের সংখ্যা কম থাকায় এভাবেই গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হয় হাজারো যাত্রী। নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায়, ২১ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
১৩ / ১৬
পঞ্চগড়ে দুই দিনের থেমে থেমে বৃষ্টিতে পুকুর, খাল ও ডোবার পানি বেড়েছে। বেশ কিছুদিন পর এমন বৃষ্টিতে সড়কের কালভার্টের পাশের ডোবায় মাছ ধরছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া-বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায়, ২১ সেপ্টেম্বর
ছবি : রাজিউর রহমান
১৪ / ১৬
সকাল থেকে সারা দিন থেমে থেমে বৃষ্টি। এতে গরমের তীব্রতা কমলেও ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। বৃষ্টির মধ্যেও কাজে চলেছেন তাঁরা। আবদুল হামিদ সড়ক, ট্রাফিক মোড়, পাবনা, ২১ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৬
পাইকারি বাজার থেকে চাল, ডাল, পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে এনে তোলা হচ্ছে ছোট–বড় ট্রলারে। এসব পণ্য বরিশালের আশপাশের বিভিন্ন হাটবাজারে নিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। পোর্ট রোড, বরিশাল নগর, ২১ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৬ / ১৬
দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ভারতে পাঠানো হচ্ছে ইলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে প্রথম চালান পাঠানো হয়েছে বলে জানান বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। পোর্ট রোড, বরিশাল নগর, ২১ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান