মোহাম্মদ শাহ আলম কুমিল্লা গোমতীর চর থেকে পাইকারি দরে শীতকালীন সবজি মুলা কিনে ট্রাক্টরে করে নিয়ে এসেছেন বুড়িচং উপজেলার কালা কচুয়া এলাকায়। এরপর ধুয়েমুছে বাজারজাত করবেন তিনি। প্রতি কেজি ৪০-৪৫ টাকায় বিক্রি করবেন বলে তিনি জানান। ১৩ আগস্টছবি: এম সাদেক
৪ / ১৬
পিকআপ ভ্যানে করে তৈরি পোশাক নিয়ে রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে সরবরাহ করতে নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে মালামালের সঙ্গে গাড়িতে গাদাগাদি করে বসায় ঝুঁকি রয়েই যাচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় তোলা, নারায়ণগঞ্জ, ১৩ আগস্টছবি: দিনার মাহমুদ
৫ / ১৬
সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজের উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। বরিশাল, ১৩ আগস্টছবি: সাইয়ান
৬ / ১৬
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দেয়ালে নারী জাগরণের বাণী আঁকছেন এক শিক্ষার্থী। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ১৩ আগস্টছবি: সোয়েল রানা
৭ / ১৬
রোদ থেকে রক্ষায় রিকশায় ছাতা বেঁধে নিচ্ছেন এক চালক। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৩ আগস্টছবি: সোয়েল রানা
৮ / ১৬
দুপুরে গোসল করতে এসে সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। পূর্ব খাবাসপুর এলাকা, ফরিদপুর, ১৩ আগস্টছবি: আলীমুজ্জামান
৯ / ১৬
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুলে উপস্থিতি বেড়েছে। চট্টগ্রাম নগরের মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, ১৩ আগস্টছবি: জুয়েল শীল
১০ / ১৬
দেয়ালে গ্রাফিতি এঁকেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায়, ১৩ আগস্টছবি: জুয়েল শীল
১১ / ১৬
স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। তাই যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১৩ আগস্টছবি: দীপু মালাকার
১২ / ১৬
শিক্ষার্থী হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়াসহ চার দফা দাবিতে চট্টগ্রাম নগরে রোডমার্চ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়, ১৩ আগস্টছবি: জুয়েল শীল
১৩ / ১৬
থানার কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে সাধারণ মানুষের ভিড়। ঢাকা, ১৩ আগস্টছবি: তানভীর আহাম্মেদ
গুলশান লেকের বনানী অংশের পানিতে ময়লা-আবর্জনা জমে সৃষ্ট হয়েছে দুর্গন্ধ। এতে দূষিত হচ্ছে পরিবেশ। বনানী, ঢাকা, ১৩ আগস্টছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ১৬
সারা দেশে বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের খোঁজে এসেছেন স্বজনেরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, ঢাকা, ১৩ আগস্টছবি: আশরাফুল আলম