কোরবানির জন্য হাট থেকে ছাগল কিনে বাড়ির উদ্দেশে যাত্রা করেন, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন তাঁরা। বিনয়কাঠি, ঝালকাঠি, ৩ জুনছবি: সাইয়ান
১২ / ২০
শরীয়তপুরের বিভিন্ন হাটে গরু বিক্রি করছেন খামারিরা। মনোহর বাজার হাট, শরীয়তপুর, ৩ জুনছবি: সত্যজিৎ ঘোষ
১৩ / ২০
গত সোমবার রাতে বৃষ্টির সঙ্গে হওয়া আকস্মিক ঝড়ে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান এলাকায় পঞ্চগড়-মালাদাম সড়কে দুই শ বছরের পুরোনো বট-পাকুড়ের গাছ উপড়ে পড়ছে, সেই গাছ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। মালাদাম সড়ক, পঞ্চগড়, ৩ জুনছবি : রাজিউর রহমান
১৪ / ২০
আর মাত্র তিন দিন পরেই ঈদুল আজহা। শেষ সময়ে তাই জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। বিভিন্ন এলাকা থেকে হাটে আনা হচ্ছে নানা আকৃতির গরু। হাজিরহাট, আরিফপুর, পাবনা, ৩ জুনছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
কয়েক দিন বৃষ্টির পর সূর্যের দেখা মিলেছে। তাই তো আলেয়া বেগম সড়কের ওপর খড় ছিটিয়ে দিচ্ছেন রোদে শুকানোর জন্য। সড়কের ওপর এভাবে খড় শুকানোর কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। শালধর, কুমিল্লা, ৩ জুনছবি: আবদুর রহমান
১৬ / ২০
খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত কোরবানির পশুর হাটে খুলনার বাইরের জেলা-উপজেলাগুলো থেকে ট্রলারে করে নৌপথে আনা হচ্ছে গরু। ট্রলার থেকে গরু নামাচ্ছেন ব্যাপারীরা । ৬ নম্বর ঘাট, ভৈরব নদ, খুলনা, ৩ জুনছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২০
সিলেটের বিভিন্ন হাওর এখন পানিতে টইটম্বুর। ঘাস খাওয়ার জন্য হাওরের পানিতে নেমেছে মহিষের দল। খাগাইল, কোম্পানীগঞ্জ, সিলেট, ৩ জুনছবি: আনিস মাহমুদ