একঝলক (৬ ডিসেম্বর ২০২৫)

১ / ৯
ফুটেছে রোজেলা ফুল। জামিরা, ফুলতলা, খুলনা, ৬ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৯
জলাশয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে মাছের খাবার। জয়সাগর  দীঘি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৬ ডিসেম্বর
ছবি: সাজেদুল আলম
৩ / ৯
বিক্রির জন্য রাখা হয়েছে পাহাড়ের বাংলা কলা। ঘিলাছড়ি গ্রামীণ হাট, রাঙামাটি, ৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৯
আমন ধান কাটা প্রায় শেষ। এখন বেচাকেনা হচ্ছে ধানের খড়। গোখাদ্য, মাশরুম চাষসহ বিভিন্ন চাষপদ্ধতিতে ধানের খড়ের চাহিদা রয়েছে। কুতুকছড়ি, রাঙামাটি, ৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৯
ছুটির দিনে গ্রামের মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে শিশু–কিশোরেরা। ভুলিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ৬ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ৯
পুকুরের ওপর সাদা বকের উড়াল। জামিরা, ফুলতলা, খুলনা, ৬ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
জালে শোলার টুকরা লাগিয়ে নিচ্ছেন জেলে। শোলা নদীতে জাল ভাসিয়ে রাখতে সাহায্য করে। ভাঙ্গারপাড়, চরবাড়িয়া, বরিশাল, ৬ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৮ / ৯
পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। ডাঙ্গাপাড়া, পঞ্চগড়, ৬ ডিসেম্বর
ছবি: রাজিউর রহমান
৯ / ৯
লাহারহাট এলাকার কালাবদর নদের তীরের জমি থেকে গবাদিপশুকে খাওয়ানোর জন্য খড় কেটে ট্রলারে করে নিয়ে আসা হচ্ছে। তালতলী বাজার, চরবাড়িয়া, বরিশাল, ৬ ডিসেম্বর
ছবি: সাইয়ান