গ্রামে ধানখেতের পাশে বাউলগান গাইছেন এক শিল্পী। আরেকজন তা ভিডিও করছেন। কৃতনিয়া গ্রাম, গাবতলী, বগুড়া, ১৯ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
২ / ১৮
বৃষ্টিতে সড়কের পাশে জমে থাকা পানিতে খেলায় মেতেছে শিশুরা। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ১৯ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৮
জিপ ভর্তি করে কলার কাঁদি কিনে শহরের পাইকারেরা নিয়ে যাচ্ছেন সমতলে। পাহাড়ি এলাকার এই কলার চাহিদা রয়েছে সারা দেশে। সরকারি কলেজ গেট এলাকা, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৮
রঙিন গ্যাস বেলুন নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ফেরিওয়ালা। কাজীরবাজার সেতু এলাকা, সিলেট, ১৯ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
শীতলক্ষ্যা নদীতে পাওয়া যাচ্ছে বাইম, পুঁটি, টাকি প্রভৃতি মাছ। ঠেলাজাল দিয়ে সেসব মাছ ধরতে নেমেছেন এই শখের জেলে। বন্দরের সোনাকান্দা এলাকা, নারায়ণগঞ্জ, ১৯ সেপ্টেম্বরছবি: দিনার মাহমুদ
বৃষ্টির মধ্যেই সবজি বিক্রির জন্য বের হয়েছেন এক বিক্রেতা। গুপ্তপাড়া এলাকা, রংপুর, ১৯ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৮
বীজ সংগ্রহ করার জন্য বড় লাউ মাচায় বেঁধে রাখছেন গৃহবধূ সালমা বেগম। কাইমউদ্দিন মাতুব্বরের ডাংগী এলাকা, নর্থচ্যানেল, ফরিদপুর, ১৮ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
বাড়ির পাশে বিল থেকে কলমিশাক তুলছেন এক নারী। ডাংগী এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ১৮ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান