পলিতে প্রায় ভরাট হওয়া শোলমারী নদী থেকে মাছ ধরে ফিরছেন এক জেলে। শোলমারী, বটিয়াঘাটা, খুলনা, ২১ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৫ / ২২
টাঙ্গাইলের মির্জাপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার পর মেরামতের চেষ্টা চলছে। বাইমহাটী, টাঙ্গাইল, ২১ সেপ্টেম্বরছবি: প্রথম আলো
৬ / ২২
মশার কয়েল কারখানায় সরবরাহের জন্য স মিল থেকে ভুসি সংগ্রহ করে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। বদরপুর, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৭ / ২২
পিতৃতর্পণে পূর্বপুরুষদের তিল ও জল দান করা হয়। প্রতিবছর মহালয়া অমাবস্যা তিথিতে পিতৃতর্পণ করা হয় । মালতিনগর করতোয়া নদীর তীর, বগুড়া, ২১ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমাকে সমানে রেখে ফানুস বানাতে ব্যস্ত দুই যুবক। রাজগুরু বৌদ্ধবিহার, বান্দরবান, ২১ সেপ্টেম্বরছবি: মংহাইসিং মারমা
১৩ / ২২
ফলের আড়ত থেকে পাইকারি দরে কলা কিনেছেন খুচরা বিক্রেতা। খুচরা বিক্রির জন্য ভ্যানে করে নেওয়া হচ্ছে দোকানে। শাহজালাল সেতু, সিলেট, ২১ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
১৪ / ২২
বৃষ্টি থেকে বাঁচতে ড্রাগনের ভাস্কর্যের মুখের ভেতরে আশ্রয় নিয়েছে একটা শালিক পাখি। রাজগুরু বৌদ্ধবিহার, বান্দরবান, ২১ সেপ্টেম্বরছবি: মংহাইসিং মারমা
১৫ / ২২
পাহাড়ি এক কিষানি। নিজের খেতের ফসল বিক্রি করতে এসেছেন শহরে। রিজার্ভ বাজার, রাঙামাটি, ২১ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
সকালবেলা নৌকা নিয়ে সুরমা নদীতে মাছ শিকারে নেমেছেন তিন মৎস্যজীবী। নদীর পানিতে নৌকায় ভেসে ভেসে মাছ শিকার করছেন তাঁরা। মেন্দিবাগ, সিলেট, ২১ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
১৮ / ২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে অনশনে এক শিক্ষার্থী। জোহা চত্বর, রাজশাহী, ২১ সেপ্টেম্বরছবি: শহীদুল ইসলাম
১৯ / ২২
দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে পৃথিবীতে আসার আহ্বান জানাচ্ছেন ভক্তরা। দুর্গাবাড়ি মন্দির, ময়মনসিংহ, ২১ সেপ্টেম্বরছবি: প্রথম আলো
২০ / ২২
বিদ্যালয়ের পাশে ঘাঘট নদ, সেখানে ফুটেছে কাশফুল। টিফিনের ফাঁকে কাশবনে এসেছে শিশু শিক্ষার্থীরা। বিড়াবাড়ী, রংপুর, ২১ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
২১ / ২২
বরজ থেকে পান তুলে হাটে বিক্রির জন্য বাছাই করছেন চাষি। বিশ্বনাথপুর, রংপুর, ২১ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
২২ / ২২
চণ্ডীপাঠ, আগমনী গান ও গীতিনাট্যের মাধ্যমে দেবী পক্ষের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শ্রীশ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দির প্রাঙ্গণ, স্ব-রোড, বরিশাল, ২১ সেপ্টেম্বরছবি: সাইয়ান