পাবনার ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে সবজির খেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ২২ আগস্টছবি: হাসান মাহমুদ
২ / ১৯
বর্ষায় বিলে ফুটেছে শাপলা। বিল থেকে শাপলা তুলে বাড়ি ফিরছে শিশুরা। ভাজনডাঙ্গা এলাকা, আলিয়াবাদ , ফরিদপুর, ২২ আগস্টছবি : আলীমুজ্জামান
৩ / ১৯
কাদামাটির সঙ্গে গোবর মিশিয়ে ঘর লেপার কাজে ব্যস্ত এক নারী। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ২২ আগস্টছবি: হাসান মাহমুদ
৪ / ১৯
শিক্ষার্থীরা ক্লাস শেষ করে বৃষ্টির মধ্যে দল বেঁধে বাড়ি ফিরছে। চরবারিয়া, বরিশাল, ২২ আগস্টছবি: সাইয়ান
৫ / ১৯
তিস্তার চর থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। কলাগাছি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২২ আগস্টছবি: মঈনুল ইসলাম
৬ / ১৯
নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের সময় নদ-নদীর পানি পাড় ছুঁই ছুঁই করছে। আবার ভাটার সময় আড়িয়াল খাঁ নদীর তীর ভেঙে নদের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। লামছড়ি, চরবারিয়া, বরিশাল, ২২ আগস্টছবি: সাইয়ান
৭ / ১৯
গ্রামের সড়কে রিকশাভ্যানে করে লেপ-তোশক বিক্রি করতে বের হয়েছেন এক ব্যক্তি। আনুরবাজার এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২২ আগস্টছবি: মঈনুল ইসলাম
৮ / ১৯
সারা দিন থেমে থেমে বৃষ্টি হয় খুলনায়। নিজের ছাতা রিকশাচালকের মাথায় ধরে তাঁকে বৃষ্টিতে ভেজা থেকে রক্ষার চেষ্টা এক যাত্রীর। রয়েল মোড়, খুলনা, ২২ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৯
পাটের আঁশ ধোঁয়ার কাজের ফাঁকে দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন শ্রমিকেরা। বাগুটিয়া বিল, বহরপুর ইউনিয়ন, বালিয়াকান্দি, রাজবাড়ী, ২২ আগস্টছবি: এম রাশেদুল হক
১০ / ১৯
পাহাড়ধসে মাটি পড়েছে সড়কে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যান ও মানুষের চলাচল। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া কলাবাগান এলাকা, রাঙামাটি, ২২ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
ভারী বৃষ্টিতে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। রূপনগর পাহাড় এলাকা, রাঙামাটি, ২২ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৯
পাইকারি ফলের আড়তে স্তূপ করে রাখা হয়েছে পাকা তাল। কদমতলী এলাকা, সিলেট, ২২ আগস্টছবি: আনিস মাহমুদ
১৪ / ১৯
তিস্তা নদীর ভাঙনে চোখের সামনে আবাদি জমি বিলীন হচ্ছে কৃষক লাবলু মিয়ার। তাই সদ্য লাগানো ধানের গাছগুলো গরুকে খাওয়ানোর জন্য কাটছেন। শংকরদহ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২২ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৯
ট্রাকে করে পাইকারি আড়তে আনা হয়েছে লাউ। ট্রাক থেকে লাউ নামাচ্ছেন শ্রমিকেরা। সোবহানীঘাট, সিলেট, ২২ আগস্টছবি: আনিস মাহমুদ
১৬ / ১৯
খুলনার আকাশ সকাল থেকে মেঘলা। থেমে থেমে পড়ছে বৃষ্টি। ভোগান্তিতে বাইরে কাজে বের হওয়া মানুষ। পাইকারি কাঁচাবাজার থেকে সবজি কিনে পলিথিন দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছেন খুচরা সবজি বিক্রেতা। রয়েল মোড়, খুলনা, ২২ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৭ / ১৯
বীজতলা ঘুরে যাচাই-বাছাই করে চারা কিনছেন দুই কৃষক। শাহনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২২ আগস্টছবি: সোয়েল রানা
১৮ / ১৯
কয়েক দিন ধরে বাড়ছে পদ্মা নদীর পানি। শুষ্ক পদ্মা এখন প্রমত্ত নদীতে রূপ নিয়েছে। এর মধ্যে খেয়া পাড়ি দিচ্ছেন পাবনা-কুষ্টিয়া দুই জেলার চলাচলকারী যাত্রীরা। পদ্মা ঘাট, পাবনা, ২২ আগস্টছবি: হাসান মাহমুদ
১৯ / ১৯
ধলাই নদের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। ধানখেতে পানি জমে নষ্ট হচ্ছে ফসল। শ্রীপুর গ্রাম, কমলগঞ্জ, মৌলভীবাজার, ২২ আগস্টছবি: শিমুল তরফদার