ঈদে উপলক্ষে নানা ধরনের পছন্দের অলংকার কিনতে ব্যস্ত নারীরা। কাটপট্টি রোড, বরিশাল নগর, ৩১ মার্চ।ছবি: সাইয়ান
২ / ১৮
ঈদ সামনে রেখে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। কাটপট্টি, বরিশাল নগর, ৩১ মার্চ।ছবি: সাইয়ান
৩ / ১৮
ঈদের সময় ঘনিয়ে আসছে। তাই ঈদগাহ মাঠের দেয়ালে রং দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। বালাচড়া, ৩১ মার্চছবি: মঈনুল ইসলাম
৪ / ১৮
ফলের আড়তে পাইকারি বিক্রির জন্য আনা হয়েছে তরমুজ। ট্রাক থেকে তরমুজ নামিয়ে বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে। আকারভেদে প্রতিটি তরমুজ ১৫০-৩০০ টাকায় পাইকারি দরে বিক্রি করা হবে। কদমতলী, সিলেট ৩১ মার্চ।ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
বিক্রির আশায় পাইকারি সবজি বাজারে আনা হয়েছে মিষ্টি কুমড়া। ট্রাকে রেখে চলছে দরদাম। প্রতিটি মিষ্টি কুমড়া আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। সোবহানীঘাট সবজিবাজার, সিলেট, ৩১ মার্চ।ছবি: আনিস মাহমুদ