একঝলক (৩১ মার্চ ২০২৪)

১ / ১৮
ঈদে উপলক্ষে নানা ধরনের পছন্দের অলংকার কিনতে ব্যস্ত নারীরা। কাটপট্টি রোড, বরিশাল নগর, ৩১ মার্চ।
ছবি: সাইয়ান
২ / ১৮
ঈদ সামনে রেখে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। কাটপট্টি, বরিশাল নগর, ৩১ মার্চ।
ছবি: সাইয়ান
৩ / ১৮
ঈদের সময় ঘনিয়ে আসছে। তাই ঈদগাহ মাঠের দেয়ালে রং দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। বালাচড়া, ৩১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৮
ফলের আড়তে পাইকারি বিক্রির জন্য আনা হয়েছে তরমুজ। ট্রাক থেকে তরমুজ নামিয়ে বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে। আকারভেদে প্রতিটি তরমুজ ১৫০-৩০০ টাকায় পাইকারি দরে বিক্রি করা হবে। কদমতলী, সিলেট ৩১ মার্চ।
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
বিক্রির আশায় পাইকারি সবজি বাজারে আনা হয়েছে মিষ্টি কুমড়া। ট্রাকে রেখে চলছে দরদাম। প্রতিটি মিষ্টি কুমড়া আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। সোবহানীঘাট সবজিবাজার, সিলেট, ৩১ মার্চ।
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৮
ঈদের কেনাকাটা করতে ভিড় জমেছে বাজারে। ক্লে রোড, খুলনা শহর, ৩১ মার্চ।
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৮
ধান খেতে সার দিতে ব্যস্ত কৃষক। পেছনে পরিচর্যায় ব্যস্ত এক নারী। গোপালখালী, বটিয়াঘাটা, খুলনা, ৩১ মার্চ।
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
বোরো ধান কাটার আগমুহূর্তে ব্যাপক চাহিদা থাকে গোখাদ্য খড়ের। তাইতো গরুকে খাওয়ানোর জন্য খড় কিনে যাচ্ছেন এক চালক। জামুন্না গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৩১ মার্চ
ছবি: সোয়েল রানা
৯ / ১৮
বাঁশের তৈরি চালু, ডালা, কুলা ও হুসা ফেরি করে বিক্রির আশায় বের হয়েছেন এক ব্যক্তি। বনানী, শাজাহানপুর, বগুড়া, ৩১ মার্চ
ছবি: সোয়েল রানা
১০ / ১৮
বাড়ির সামনে সড়কে খেলায় মেতেছে এক শিশু। তাম্বুলখানা, কৈজুরী, ফরিদপুর, ৩১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৮
তোষা জাতের পাটের বীজ রোপণের জন্য পাট গবেষণা ইনস্টিটিউটের কৃষকেরা খেত প্রস্তুত করছেন। ব্রাহ্মণকান্দা, কৈজুরী, ফরিদপুর ৩১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৮
পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত সামনে রেখে ঐতিহাসিক কেন্দ্রীয় শাহি ঈদগাহে ধোয়ামোছা আর রঙের কাজ চলছে। সিলেট নগর, ৩১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
ট্রলিতে চেপে রেলপথে কোনো ত্রুটি আছে কি না তা তদারক করছেন রেলওয়ের কর্তাব্যক্তিরা। গাবতলী রেলওয়ে স্টেশন, বগুড়া, ৩১ মার্চ
ছবি: সোয়েল রানা
১৪ / ১৮
খেতের ভুট্টা পেকে গেছে। সেই ভুট্টার কলা ছিঁড়ে বস্তায় ভরতে ব্যস্ত কৃষকেরা। চকবোচাই, গাবতলী, বগুড়া, ৩১ মার্চ
ছবি: সোয়েল রানা
১৫ / ১৮
ভ্যানে করে গাছের গুঁড়ি করাতকলে নিয়ে যাচ্ছেন চালকেরা। গাছের গুঁড়ি চিরে বাহারি নকশার আসবাব তৈরি করা হবে। বুজরুকবাড়িয়া, বগুড়া সদর, ৩১ মার্চ
ছবি: সোয়েল রানা
১৬ / ১৮
জুম ফেস্টিভ্যাল প্রদর্শনী চলছে। স্টল ঘুরে পছন্দের পণ্য দেখছেন ক্রেতারা। সাবারাং রেস্টুরেন্ট প্রাঙ্গণ, রাজবাড়ি, রাঙামাটি শহর, ৩১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৮
কৃষকের ঘরে উঠছে চৈতালি ফসল গম। খেত থেকে তোলা গম মাড়াই করে বাড়ির পাশে ঝেড়ে নিচ্ছেন গৃহবধূ লাবণী বেগম। তাম্বুলখানা, কৈজুরী, ফরিদপুর ৩১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
ঈদ সামনে রেখে শিশুদের বিনোদনের রাইড ঠিকঠাক ও রং করা হচ্ছে। বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা, রংপুর, ৩১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম