একঝলক (২৬ আগস্ট, ২০২৩)

১ / ১২
স্বাদু পানিতে পরীক্ষামূলকভাবে বাগদা চিংড়ি চাষ করা হচ্ছে। ঘের থেকে তোলা হচ্ছে সেই চিংড়ি। হাসানপুর, ডুমুরিয়া, খুলনা, ২৬ আগস্ট।
২ / ১২
ফুলসহ ডালিমগাছ দেখে আগ্রহী শিশুটি। রেলওয়ে স্টেশন। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
৩ / ১২
বিলের পানিতে জন্মেছে ঘাস। ঘাস কেটে গবাদিপশুর জন্য সংগ্রহ করছেন কৃষক। টিপনা, ডুমুরিয়া, খুলনা, ২৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১২
বাবুই পাখি কামারচট্র গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
৫ / ১২
ফল খেতে বটগাছে বসন্তবাউরি পাখি। কামারচট্র গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
৬ / ১২
থাকা, খাওয়া ও ঘুম—সবই এই ছোট্ট নৌকায়। নদীতে ঘুরে ঘুরে মাছ ধরার পাশাপাশি গ্রামগঞ্জে বিভিন্ন প্রসাধনী বিক্রি করে জীবিকা নির্বাহ করেন নৌকায় বসবাস করা মানুষ। সিদ্ধিরগঞ্জের এম সার্কেস এলাকা, নারায়ণগঞ্জ, ২৬ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৭ / ১২
কৃষকের কাছ থেকে দেশি পেঁয়াজ কিনেছেন রাজশাহীর সাহেববাজারের ব্যবসায়ীরা। বৃষ্টি আসায় ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে পেঁয়াজের বস্তাগুলো। এরপর বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। বানেশ্বর হাট, পুঠিয়া, রাজশাহী, ২৬ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১২
উজানের ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীতে পানি বেড়েছে। বাড়িঘরে পানি ওঠায় উঁচু স্থানে গবাদিপশু নিয়ে আশ্রয় নিয়েছে মানুষ। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২৬ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
বৃষ্টির পানিতে মাঠঘাট ডুবে গেছে। নতুন পানিতে বেড়েছে ছোট মাছের আনাগোনা। জাল ফেলে মাছ শিকারে নেমেছেন খলিল রহমান। অঘোরশাল, কাহালু, বগুড়া, ২৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
১০ / ১২
পদ্মায় পানি বাড়ছে। এতে চাহিদা বেড়েছে মাছ ধরার ফাঁদ বাঁশের তৈরি চাঁইয়ের। মাছ শিকারের জন্য বড় আকৃতির চাঁই নিয়ে যাচ্ছেন এক জেলে। পদ্মাঘাট, পাবনা, ২৬ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১১ / ১২
গ্রামের বিভিন্ন ফার্ম থেকে ডিম নেওয়া হয় আড়তে। সেখান থেকে ট্রাকে করে ডিম চলে যায় ঢাকাসহ বিভিন্ন জেলায়। দাপুনিয়া, পাবনা, ২৬ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১২ / ১২
মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। এতে ফ্লাইওভারে যান চলাচলে বিঘ্ন ঘটছে। যাত্রাবাড়ী, ঢাকা, ২৬ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ