বাড়ির আঙিনায় ফুটেছে হাজার বেলি। লতানো গাছের এই ফুল সাদা ও গোলাপি রঙের হয়। গ্রীষ্ম ও বর্ষাকালে এই ফুল ফোটে। মহেশপুর মোদকপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ জুনছবি: সাজেদুল আলম
সন্ধ্যামালতী ফুলের সৌন্দর্যও কম নয়। আখড়া বাজার, কিশোরগঞ্জ, ১৬ জুনছবি: তাফসিলুল আজিজ
৯ / ১৯
চলনবিলে দল বেঁধে ছুটে বেড়াচ্ছে রাজহাঁস। বিয়াশ, সিংড়া, নাটোর, ১৬ জুনছবি: সোয়েল রানা
১০ / ১৯
চা-বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে তা ভারে করে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছে এক কিশোর। কাকুয়ারপাড়, সদর, সিলেট, ১৬ জুনছবি: আনিস মাহমুদ
১১ / ১৯
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিয়মনীতির তোয়াক্কা না করে যে যার মতো করে যানবাহন পাশ কাটিয়ে যান চালকেরা। সামনে ঝুঁকিপূর্ণ বাঁক। এর আগে চলছে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা। কেওয়াছড়া, সিলেট, ১৬ জুনছবি: আনিস মাহমুদ
১২ / ১৯
ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন নার্সরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ জুনছবি: প্রথম আলো
১৩ / ১৯
আউশ ধানের চারা রোপণের ভরা মৌসুম চলছে। তাই গ্রামীণ মাঠে দল বেঁধে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা। প্রতি বিঘা জমিতে ধানের চারা রোপণ করে মজুরি পাবেন ১ হাজার ২০০ টাকা। কইপাড়া, সিংড়া, বগুড়া, ১৬ জুনছবি: সোয়েল রানা
১৪ / ১৯
১৫. বিভিন্ন ধরনের মৌসুমি ফলের পসরা সাজিয়ে বসেছেন এক ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী। ফলের মধ্যে রয়েছে কাওফল, লটকন, জাম ইত্যাদি। লিবার্টি চত্বর, কুমিল্লা, ১৬ জুনছবি: আবদুর রহমান
১৫ / ১৯
টবে লাগানো সাদা-গোলাপি পদ্ম ফুলটি ফুটে পরিপূর্ণ। টমছমব্রিজ, কুমিল্লা, ১৬ জুনছবি: আবদুর রহমান
১৬ / ১৯
গত কয়েক দিনের তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে বিক্রি বেড়ে গেছে এসির। কারখানা থেকে আসা বিভিন্ন ব্র্যান্ডের এসি ট্রাক থেকে নামিয়ে নেওয়া হচ্ছে শোরুমে। বর্তমান বাজারে প্রকারভেদে ৫০ হাজার থেকে ২ লাখ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের এসি। গোপালপুর, পাবনা, ১৬ জুনছবি: হাসান মাহমুদ
১৭ / ১৯
বাজারে উঠেছে মৌসুমি ফল লটকন। পুষ্টিগুণে ভরপুর টক-মিষ্টি এই ফলের কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৬ জুনছবি: হাসান মাহমুদ
১৮ / ১৯
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয়, ঢাকা, ১৬ জুনছবি: সাজিদ হোসেন
১৯ / ১৯
কাঁঠালের স্তূপ জমে আছে, কাঁঠাল কিনছেন ক্রেতারা। কুলাউড়া, মৌলভীবাজার, ১৬ জুনছবি: প্রথম আলো