বিল ডাকাতিয়া এলাকায় বছরজুড়ে জলাবদ্ধতা থাকে। ১২ মাসের মধ্যে ১০ মাসই ডুবে থাকে পথঘাট, বসতভিটা। সেই জলমগ্ন বাস্তবতার মধ্যেও থেমে নেই জীবন। ডোঙায় চড়ে কচুরিপানা ঠেলে সেজেগুজে একটি অনুষ্ঠানে যাচ্ছেন ৫ নারী। রঘুনাথপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৫ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন