একঝলক (১২ মার্চ ২০২৪)

১ / ১৫
পবিত্র রমজানের প্রথম দিনে বগুড়ার পাইকারি মোকামে বিক্রি হচ্ছে লেবু। মহাস্থান মোকাম, শিবগঞ্জ, বগুড়া, ১২ মার্চ
ছবি: সোয়েল রানা
২ / ১৫
রমজানের প্রথম দিনে পাইকারি মোকামে বিক্রি হচ্ছে শসা ও ক্ষীরা। দুই দিন আগের তুলনায় দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। মহাস্থান মোকাম, শিবগঞ্জ, বগুড়া, ১২ মার্চ
ছবি: সোয়েল রানা
৩ / ১৫
রোদে ধান শুকাচ্ছেন চাতালশ্রমিকেরা। সাহেবগঞ্জ এলাকা, রংপুর, ১২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৫
স্কুল ছুটি শেষে সাইকেলে ব্যাগ ঝুলিয়ে বাড়ি ফিরছে শিশু। রঘু এলাকা, রংপুর, ১২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৫
রমজানে ইফতারির অন্যতম অনুষঙ্গ মুড়ির দোকানে ভিড় করেছেন ক্রেতারা। বাজারে মেশিনে তৈরি সাধারণ মুড়ির সঙ্গে আউশ, আমন ও হাতে ভাজা মুড়িও পাওয়া যাচ্ছে। বড়বাজার, পাবনা, ১২ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৫
গ্রামের চাষিদের কাছ থেকে কলা কিনে তা বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে। হোসেননগর এলাকা, রংপুর, ১২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৫
জমি থেকে আলু তুলে তা গৃহস্থের বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। মীরগঞ্জ এলাকা, রংপুর, ১২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৫
গবাদিপশুর খাবারের জন্য মাঠ থেকে ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন গ্রামের নারীরা। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ১২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৫
কৃষক হান্নান শেখ নিজের ভুট্টাখেতের মধ্যে সাথি ফসল হিসেবে লালশাকের চাষ করেছেন। বিক্রির উপযোগী হওয়ায় এখন লালশাক তুলছেন তিনি। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ১২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৫
ইফতারের অন্যতম অনুষঙ্গ বাঙ্গি। রমজানের প্রথম দিনেই বাজারে চলে এসেছে বিক্রেতা সেলিম বিশ্বাস। আকারভেদে প্রতিটি ৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করছেন। কোমরপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৫
পাহাড়ি এলাকার বাগান থেকে আনারস ও কাঁঠাল সংগ্রহ করে বাড়ি নিচ্ছেন কয়েকজন। কাল বিক্রি করবেন। ঘিলাছড়ি হলকপাড়া, নানিয়ারচর, রাঙামাটি, ১২ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৫
গাছের ডালে বানরের বাচ্চা দুটিকে যত্ন নিচ্ছে। কুকিমারা এলাকা, কাপ্তাই, রাঙামাটি, ১২ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৫
জুঁই ফুলের ওপর কালো আর হলদে রঙের প্রজাপতি। কুকিমারা বটতল এলাকা, কাপ্তাই, রাঙামাটি, ১২ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৫
কখনো ধানখেতের আল, কখনো টমেটোর খেত মাড়িয়ে প্রায় ২০ মিনিট পথ হেঁটে তৃতীয় শ্রেণির সীমা খাতুন বাড়ি ফিরছে। প্রতিদিন এভাবেই পাশের গ্রামের স্কুলে যাতায়াত করতে হয় তাকে। খড়িয়া, ডুমুরিয়া, খুলনা, ১২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৫
বাড়ির উঠানে বরই রোদে শুকাচ্ছেন গৃহবধূ নাজমা বেগম। এই বরই সারা বছর খাবেন। মমিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ১২ মার্চ
ছবি: আলীমুজ্জামান