মেঘলা দিনে কাঁধে ঠেলা জাল আর খলই নিয়ে মাছ ধরতে বেড়িয়েছেন একজন। কাটাখাল, সিলেট, ২৯ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১১ / ২০
রোদ ও মেঘের লুকোচুরি, তবুও চাতালে ভুট্টা শুকাতে দিচ্ছেন শ্রমিকেরা। শহীদবাগ, কাউনিয়া, রংপুর, ২৯ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
গৃহস্থালি পণ্যের ভ্রাম্যমাণ দোকান নিয়ে গ্রামের পথে ঘুরছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। কাউনিয়া, রংপুর, ২৯ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১৩ / ২০
কাপ্তাই হ্রদে বেড়াজাল ফেলে মাছ শিকার করছেন জেলেরা। হ্রদে পানি কমছে, তাই জালে আটকা পড়ছে মাছ। বোয়াইল্লে, রাঙামাটি, ২৯ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২০
জালে আটকা পড়েছে আইড়, লুন্ডু, বাইল্লা ও ছোট ট্যাংরাসহ হরেক রকমের ছোট ও মাঝারি আকারের মাছ। বোয়াইল্লে, রাঙামাটি, ২৯ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২০
কুমিল্লা নগরে চলে এসেছে গ্রীষ্মের রসালো ফল লিচু। ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী সালাউদ্দিন জানালেন, এ বছর প্রথম সোনারগাঁওয়ের লিচু এদিন বিক্রি শুরু করেছেন তিনি। ১০০ লিচু আকারভেদে ৩৫০ থেকে ৪৫০ টকায় বিক্রি করছেন। তবে ক্রেতারা বলছেন, পুরোপুরি পরিপক্ব না হওয়ায় লিচু এখনো কিছুটা টক। কান্দিরপাড়, কুমিল্লা, ২৯ এপ্রিলছবি: আবদুর রহমান
১৬ / ২০
জলাশয়ে শামুকের খোঁজে শামুকখোল পাখি। এরা দল বেঁধে খাবারের জন্য বিভিন্ন জলাশয়ে নামে। বসতিও গড়ে দলবদ্ধভাবে। কাপাসিয়া, গাজীপুর। ২৯ এপ্রিলছবি: সাদিক মৃধা
১৭ / ২০
ছয় দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় পলিটেকনিকের অধ্যক্ষের কক্ষসহ সব বিভাগে তালা মেরে দেয় শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা, ২৯ এপ্রিল।ছবি : সাজিদ হোসেন
১৮ / ২০
‘বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা: বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডি কার্যালয়, ঢাকা। ২৯ এপ্রিলছবি: জাহিদুল করিম
১৯ / ২০
প্রবাসীদের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অতিথিরা। নির্বাচন কমিশন কার্যালয়, আগারগাঁও, ঢাকা, ২৯এপ্রিলছবি : তানভীর আহাম্মেদ
২০ / ২০
রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন না হওয়ায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে জমেছে বৃষ্টির পানি। আদর্শগ্রাম, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৯ এপ্রিলছবি: আনিস মাহমুদ