‘আলো ফুটবেই’ সংগঠনের উদ্যোগে আজ শনিবার মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। এ মোরগ লড়াই দেখতে শত শত মানুষের ভিড়। নৈহাটি মাঠ, রূপসা, খুলনা, ১৯ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে গোয়ালন্দে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে গতকাল শুক্রবার বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি অনুষ্ঠিত হয় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ নভেম্বরছবি: প্রথম আলো
৩ / ১০
চারদিকে সোনালি আমন ধানের ম–ম গন্ধ। ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ ধান কাটছেন, কেউ মাড়াই করছেন। বানাশুয়া, দুর্গাপুর, কুমিল্লা, ১৯ নভেম্বরছবি: এম সাদেক
৪ / ১০
নদী থেকে তুলে আনা ছেঁড়া জাল মেরামত করছেন জেলেরা। দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ নভেম্বরছবি: এম রাশেদুল হক
৫ / ১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীরা দল বেঁধে আনন্দ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বরছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১০
বুয়েটের ছাত্র ফারদিন নূর হত্যার ঘটনার দ্রুত তদন্তের দাবিতে বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন। বুয়েট শহীদ মিনার, ঢাকা, ১৯ নভেম্বরছবি: সাজিদ হোসেন
৭ / ১০
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ও চর জব্বার ইউনিয়নের পাঁচটি গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য নির্মিত এই কাঠের সেতুটি আট বছর ধরে ভেঙে পড়ে আছে। এতে ওই অঞ্চলের বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন। সম্প্রতি চর জুবলী ইউনিয়নের পাঙ্খারবাজার এলাকা থেকে তোলাছবি: প্রথম আলো
৮ / ১০
শীত আসার আগে কাপ্তাই হ্রদের পানি এমনই স্বচ্ছ ও নীলচে দেখায়। হ্রদের সৌন্দর্য উপভোগের জন্য ভিড় জমান পর্যটকেরা। গোলাছড়ি, রাঙামাটি, ১৯ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১০
নতুন শিক্ষা কার্যক্রমের বই গাইবান্ধায় নেওয়ার জন্য পিকআপে তুলছেন এক ব্যক্তি। বগুড়া জিলা স্কুল, বগুড়া, ১৯ নভেম্বরছবি: সোয়েল রানা
১০ / ১০
সিলেট নগরের চৌহাট্টা সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আজ সমাবেশের আয়োজন করে বিএনপি। চৌহাট্টা, সিলেট, ১৯ নভেম্বরছবি: আনিস মাহমুদ