একঝলক (৮ মে ২০২৪)

১ / ১০
আমঝুম ফল পাকছে। এই গাছ এখন আর তেমন দেখা যায় না। নূরনগর, খুলনা শহর, ৮ মে
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
ঝিরিঝিরি বৃষ্টিতে ছাতামাথায় অভিভাবকের সঙ্গে রিকশায় করে স্কুলে যাচ্ছে এই শিক্ষার্থী। চাষাঢ়া এলাকা, নারায়ণগঞ্জ, ৮ মে
ছবি: দিনার মাহমুদ
৩ / ১০
বাড়িতে পোষার জন্য সড়কের পাশে ভ্যানে বিক্রি হচ্ছে খরগোশ। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ৮ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১০
রংপুরে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন এক মা। খটখটিয়া এলাকা, রংপুর, ৮ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১০
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাথায় পলিথিন মুড়িয়ে কাজে যাচ্ছেন এক দিনমজুর। পরশুরাম এলাকা, রংপুর, ৮ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
ভোরে পাবনায় বৃষ্টি হয়। এ সময় বিভিন্ন এলাকায় পানি জমে যায়। উপজেলা সড়ক, সুজানগর, পাবনা, ৮ মে
ছবি: হাসান মাহমুদ
৭ / ১০
গ্রামাঞ্চলে শৌচাগার নির্মাণে মাটির চাড়ির চাহিদা আছে। শৌচাগার নির্মাণের জন্য পালপাড়া থেকে মাটির চাড়ি সংগ্রহের পর ভ্যানে করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। পরীক্ষিতপুর এলাকা, মধুখালী, ফরিদপুর, ৮ মে
ছবি: আলীমুজ্জামান
৮ / ১০
বিক্রির জন্য মাছ ধরার চাঁই নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বোয়ালিয়া এলাকা, রায়পুর, মধুখালী, ফরিদপুর, ৮ মে
ছবি: আলীমুজ্জামান
৯ / ১০
ভোট দিতে কেন্দ্রে এসে দীর্ঘ সময় সারিতে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন পান্না বেগম নামের এক ভোটার। তাঁকে সুস্থ করতে তাঁর মাথায় পানি দেন অন্যরা। কাদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সুজানগর, পাবনা, ৮ মে
ছবি: হাসান মাহমুদ
১০ / ১০
সড়কের পাশের গাছে ফুল ধরেছে। বৃষ্টিতে ফুলগুলো আরও সজীব হয়ে উঠেছে। বড় ব্রিজ, পৈলানপুর, পাবনা, ৮ মে
ছবি: হাসান মাহমুদ