একঝলক (৩০ আগস্ট ২০২৩)

১ / ১৯
সিলেটের কবি নজরুল চত্বরে বৃষ্টির পানি জমে আছে। ৩০ আগস্ট, রিকাবীবাজার এলাকা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
২ / ১৯
টানা কয়েক দিনের বৃষ্টির পর সিলেটে আবারও গরম বেড়েছে। রোদের মধ্যে মাথায় গামছা দিয়ে চলেছেন এক ব্যক্তি। ৩০ আগস্ট, রিকাবীবাজার এলাকা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৯
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৩০ আগস্ট, শহীদ বুদ্ধিজীবী চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো
৪ / ১৯
ভাদ্র মাসের গরমে অস্থির জনজীবন। সেই সঙ্গে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ পরিস্থিতিতে চাহিদা বেড়েছে ডাবের। বিক্রেতার সঙ্গে ডাবের দরদাম করছেন ক্রেতারা। ৩০ আগস্ট, রামঘাট এলাকা, কুমিল্লা।
ছবি: এম সাদেক
৫ / ১৯
কুমিল্লা নগরজুড়ে গড়ে উঠছে বহুতল ভবন। বেশির ভাগ নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী রাখা হচ্ছে সড়ক দখল করে। এতে সৃষ্টি হচ্ছে যানজট। বাড়ছে ভোগান্তি। ৩০ আগস্ট, পুলিশ লাইনস এলাকা, কুমিল্লা
ছবি: এম সাদেক
৬ / ১৯
বাসের ছাদে করে রংপুর থেকে আনা হয়েছে বাতাবিলেবু। এরপর ভ্যানে করে নেওয়া হবে পাইকারি আড়তে। ৩০ আগস্ট, চাঁদমারী এলাকা, নারায়ণগঞ্জ। ৩০ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৭ / ১৯
ডারকি—মাছ ধরার জন্য বাঁশের তৈরি একধরনের বিশেষ ফাঁদ। হাটে ডারকির পসরা সাজিয়ে বসেছেন এক ব্যবসায়ী। ৩০ আগস্ট, লালবাগ হাট, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৯
আঁশ ছাড়ানো পাট বাঁশের আড়ার ওপর শুকাতে দিচ্ছেন এক নারী। ৩০ আগস্ট, লস্করকান্দি এলাকা, কৈজুরী, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৯
আগামীকাল ১ সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সুন্দরবনের দরজা। মৌসুম শুরুর আগে পর্যটকবাহী নৌযানগুলোয় চলছে পরিচর্যার কাজ। ৩০ আগস্ট, জেলখানা ঘাট, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৯
নৌপথে ভাটা থেকে আনা ইট ট্রলার থেকে নামাচ্ছেন এক শ্রমিক। ৩০ আগস্ট, জেলখানা ঘাট, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৯
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বেড়েছে। তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি। ৩০ আগস্ট, পোড়ারচর, কুড়িগ্রাম
ছবি: জাহানুর রহমান
১২ / ১৯
ধানখেতে জমে থাকা পানিতে মাছ ধরার জন্য ডারকির ফাঁদ পাতছেন এক ব্যক্তি। ৩০ আগস্ট, তালুক তামপাট এলাকা, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৯
জমির আলে মাছ ধরার জন্য ফাঁদ পাতছেন দুই ব্যক্তি। ৩০ আগস্ট, ধানপূজা, দুপচাঁচিয়া, বগুড়া।
ছবি: সোয়েল রানা
১৪ / ১৯
পানিতে নেমে পাটের আঁশ ছাড়াচ্ছেন গ্রামের নারীরা। সংসারে আরও একটু সচ্ছলতা আনতে নিয়মিত কাজের বাইরে কিছুটা অর্থ উপার্জনের চেষ্টা করেন এই নারীরা। চর টেপুরা কান্দি এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর। ৩০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৯
অবৈধ নছিমনে চেপে ঝুঁকি নিয়ে গ্রাম থেকে দল বেঁধে কাজের সন্ধানে শহরে যাচ্ছেন একদল শ্রমিক। ফরিদপুরের নীলটুলী এলাকা। ৩০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৯
শুকানোর পর হাটে বিক্রির জন্য নেওয়া হচ্ছে পাট। ফতে মোহাম্মদপুর, ঈশ্বরদী, পাবনা। ৩০ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৯
ফুলকপি শীতকালীন সবজি হলেও আগাম সবজি হিসেবে বর্তমানে তা চাষ হচ্ছে। জমিতে পানি সেচ দিচ্ছেন এক কৃষক। সাহাপুর, ঈশ্বরদী, পাবনা। ৩০ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৮ / ১৯
বীজতলা বৃষ্টির পানিতে থইথই। সেখান থেকে আমন ধানের চারা তুলে নিয়ে আসছেন কৃষক বেলাল হোসেন। এরপর এসব চারা জমিতে রোপণ করবেন তিনি। ভূতগাড়ি এলাকা, কাহালু উপজেলা, বগুড়া। ৩০ আগস্ট
ছবি: সোয়েল রানা
১৯ / ১৯
সেতু নির্মাণ করা হয়েছে পাঁচ বছর আগে। কিন্তু সংযোগ সড়ক আর হয়নি। তাই বাঁশের মই দিয়ে সেতুতে উঠে পার হতে হয় এলাকাবাসীর। খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি এলাকার চেঙ্গী নদীর ওপর সড়ক। ৩০ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা