একঝলক (২৩ নভেম্বর, ২০২২)

১ / ৯
হেমন্তের এ সময়ে স্রোতহীন সুরমায় নৌকা ভাসিয়ে জাল দিয়ে মাছ ধরছেন তিন মৎস্যজীবী। তোপখানা, সিলেট, ২৩ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ৯
জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী শুরু হয়েছে ডিজিটাল উদ্বোধনী মেলা। মেলায় ১৭টি উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। আমন্ত্রিত অতিথিরা ঘুরে ঘুরে মেলা পরিদর্শন করছে। জিলা স্কুল, কুমিল্লা,২৩ নভেম্বর
ছবি: এম সাদেক
৩ / ৯
২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সম্মেলন। সম্মেলন সফল করতে নগরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেন বিএনপির নেতা–কর্মীরা। রামঘাট, কুমিল্লা, ২৩ নভেম্বর
ছবি: এম সাদেক
৪ / ৯
শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে প্রকৃতিতে। এরই মধ্যে ফুটপাতের দোকানগুলোতে শীতের পোশাক কিনতে ভিড় করছেন লোকজন। ট্রাংপট্টি, ময়মনসিংহ, ২৩ নভেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৫ / ৯
খুলনায় রূপসা স্ট্যান্ড থেকে রূপসা সেতু পর্যন্ত প্রায় পুরো সড়ক ধরে গর্ত ও ধুলায় অতিষ্ঠ এলাকাবাসী ও চলাচলকারীরা। শিপইয়ার্ড সড়ক, খুলনা, ২৩ নভেম্বর,
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ৯
মাঠে কেটে রাখা ধানের আঁটি বাঁধছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা। সারা দিন কাজ করে জনপ্রতি মজুরি পান ৩০০ থেকে ৩৫০ টাকা। আউশগাড়া ইন্দ্রাপাড়া, জয়পুরহাট, ২২ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ৯
জমি থেকে মুলাশাক সংগ্রহ করছেন কৃষকেরা। স্থানীয় বাজারে এসব শাক আঁটিপ্রতি (৫০০ গ্রাম) ১৫ টাকায় বিক্রি করা হবে। কাঞ্চনপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ২৩ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৮ / ৯
পাহাড়ি ভূমিতে হানিকুইন জাতের আনারসের ফলন বেশ ভালো হচ্ছে বলে জানান রাঙামাটি সদর উপজেলা কৃষি হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা তাপস চাকমা। কুদুকছড়ি, রাঙামাটি, ২৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ৯
জুতা তৈরি দোকানে কাজে ব্যস্ত কারিগর রবিউল। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কাঠ ও রেক্সিন দিয়ে সাড়ে তিন ফুট আকৃতির জুতা সাজিয়ে রাখা হয়েছে দোকানটিতে। এ দোকান থেকে পাইকারি দামেও জুতা বিক্রি হয়। ভোলাইল বাজার, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ২৩ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ