একঝলক (৯ জুলাই ২০২৫)

১ / ২১
টানা বৃষ্টির কারণে রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটকের আনাগোনা নেই। ডিয়ার পার্ক, রাঙামাটি, ৯ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
রঙিন ফুলের ওপর বসেছে প্রজাপতি। খেপ্পোপাড়া, রাঙামাটি, ৯ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
ঝুঁকি নিয়ে ভ্যানে করে টিনের চালা নিয়ে গন্তব্যে যাচ্ছেন চালক। ধর্মগাছা, গাবতলী, বগুড়া, ৯ জুলাই
ছবি: সোয়েল রানা
৪ / ২১
গাছের ডালে বসে আছে একটি পাখি। বৈকালী, খুলনা, ৯ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২১
বৃষ্টির মধ্যে কাজে বেরিয়েছে লোকজন। প্রেসক্লাব এলাকা, খুলনা, ৯ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
বিক্রির জন্য হাটে নেওয়া হচ্ছে বাঁশের তৈরি মুরগির খাঁচা। গঙ্গাচড়া, রংপুর, ৯ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২১
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় সন্তানকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন মা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৯ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ২১
জলাশয়ে ফুটে থাকা শাপলা তুলছে এক কিশোর। মাঠেরহাট, গঙ্গাচড়া, রংপুর, ৯ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
দুর্ঘটনা এড়াতে সড়কের ভাঙা অংশে গাছের ডাল দিয়ে রেখেছেন স্থানীয় লোকজন। শাহজালাল উপশহর, সিলেট, ৯ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১০ / ২১
ক্রেতার অপেক্ষায় আম বিক্রেতা। ভার্থখলা, সিলেট, ৯ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১১ / ২১
গাছের পাতায় জমেছে বৃষ্টির পানির ফোঁটা। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৯ জুলাই
ছবি: সাজেদুল আলম
১২ / ২১
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের পূর্বপাড়া অংশের মুহুরী নদীর বেড়িবাঁধ ধসে আলী আশরাফ ও তাঁর ভাইয়ের ঘরটি নদীতে বিলীন হয়ে যায়। এলাকার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। ফুলগাজী, ফেনী, ৯ জুলাই।
ছবি: প্রথম আলো
১৩ / ২১
সুরমা নদীতে নৌকা ভাসিয়ে মাছ শিকারে ব্যস্ত দুই মৎস্যজীবী। মেন্দিবাগ, সিলেট, ৯ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২১
টানা বৃষ্টিতে জলমগ্ন নোয়াখালী সরকারি কলেজ সড়ক। সরকারি কলেজ সড়ক, নোয়াখালী, ৯ জুলাই
ছবি: প্রথম আলো
১৫ / ২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি গঠনের দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রহমতপুর বাইপাস এলাকা, ময়মনসিংহ, ৯ জুলাই
ছবি: প্রথম আলো
১৬ / ২১
তিন–চার দিনের টানা বৃষ্টিতে তুরাগ নদের পানি বেড়ে আশুলিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আশুলিয়া, সাভার, ঢাকা। ৯ জুলাই
ছবি: সুমন ইউসুফ
১৭ / ২১
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরের গাজীপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গৌরীপুর, ময়মনসিংহ, ৯ জুলাই
ছবি: মোস্তাফিজুর রহমান
১৮ / ২১
মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালা–লংগদু সড়কের সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ। দীঘিনালা, খাগড়াছড়ি, ৯ জুলাই
ছবি: জয়ন্তী দেওয়ান
১৯ / ২১
টানা বৃষ্টির কারণে গৃহস্থরা না আসায় কাজ জোটেনি এই দিনমজুর শ্রমিকদের। কাজের অপেক্ষায় বসে আছেন তাঁরা। আলীপুর, ফরিদপুর, ৯ জুলাই
ছবি: আলীমুজ্জামান
২০ / ২১
বেপরোয়া গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে গেছে ট্রাকটি। বাড়াকান্দী, সিরাজগঞ্জ, ৯ জুলাই
ছবি: আরিফুল গণি
২১ / ২১
দিনভর বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষেরা। এরই মধ্যে মাথায় গামছা বেঁধে দৈনিক পত্রিকা বিলি করতে বেরিয়েছেন এই হকার। হাবেলী গোপালপুর, ফরিদপুর, ৯ জুলাই
ছবি: আলীমুজ্জামান