একঝলক (৮ নভেম্বর, ২০২৩)

১ / ৯
ঘাসের ডগায় ঘাসফড়িং শিকারের আশায় বসে আছে ল্যাঞ্জা কসাই পাখি। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ৮ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
২ / ৯
বনজঙ্গল ও পাহাড় ডিঙিয়ে বিদ্যালয়ে যাচ্ছে পাহাড়ি শিশুরা। তৈমিদুং গ্রাম, সাপছড়ি, সদর উপজেলা, রাঙামাটি, ৮ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৯
কুমিল্লার কোটবাড়িতে লালমাই পাহাড়ের ওপর চাষ করা শিমের গাছে বেগুনি রংয়ের ফুল এসেছে। সেই খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষি। লালমাই, কুমিল্লা, ৮ নভেম্বর
ছবি: এম সাদেক
৪ / ৯
সকালে সোনালি রোদের তাপ নিচ্ছে একঝাঁক সাদা বক। হাতিখাড়া এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ৮ নভেম্বর
ছবি: এম সাদেক
৫ / ৯
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বালনের জন্য মাটির তৈরি প্রদীপ বিক্রি করতে এসেছেন এই কুমার। প্রতিটি প্রদীপ আকারভেদে বিক্রি করছেন এক টাকা থেকে ২০ টাকায়। কালীবাড়ি, রংপুর, ৮ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৯
সকালে আমড়া নিয়ে শহরের অলিগলিতে বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। বাবুপাড়া, রংপুর, ৮ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৯
হেলমেট সঙ্গে থাকলেও মাথায় দেননি চালক। এক মোটসাইকেলে শিশুসহ ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন তিনজন। মোমিনখলা এলাকা, ঢাকা-সিলেট মহাসড়ক, সিলেট, ৮ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ৯
ভোরে সড়কে পড়ে থাকা শিউলি ফুল কুড়িয়ে নিচ্ছেন নারীরা। সরকারি আজিজুল হক কলেজের সামনের সড়ক, বগুড়া, ৮ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ৯
তালপাতার বাহারি নকশার ছাতা তৈরি করে তা ফেরি করে বিক্রির জন্য বের হয়েছেন এই ব্যক্তি। ছিলিমপুর এলাকা, বাইপাস সড়ক, বগুড়া, ৮ নভেম্বর
ছবি: সোয়েল রানা