পাটকাঠি থেকে আঁশ আলাদা করছেন নারীরা। এ সময় গ্রামের নারীরা এই কাজ করেন। অনেকে সকালের নাশতা করে এসে দুপুর পর্যন্ত আঁশ ছাড়ান আবার অনেকে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত করেন। যিনি যত পাঠকাঠি থেকে আঁশ ছাড়াতে পারেন, সেই পাঠকাঠিগুলো তাঁর। এরপর তাঁরা অনেকে পাটকাঠি আঁটিপ্রতি পাঁচ টাকায় বিক্রি করেন আবার অনেকে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ৫ আগস্টছবি: আলীমুজ্জামান