একঝলক (১৩ জানুয়ারি, ২০২৩)

১ / ১১
যেকোনো সময় ভেঙে পড়তে পারে কালভার্টটি। এ কালভার্টের ওপর দিকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় ২০ থেকে ২৫টি গ্রামের মানুষকে। তেরাইল-দেবীপুর সংযোগ কালভার্ট, গাংনী উপজেলা, মেহেরপুর, ১৩ জানুয়ারি
ছবি: আবু সাঈদ
২ / ১১
আলুখেতে জন্মেছে আগাছা। সেই আগাছা তুলতে ব্যস্ত কিষান–কিষানি। অরণ্যপুর এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ১৩ জানুয়ারি
ছবি: এম সাদেক
৩ / ১১
রংপুর জিলা স্কুলে ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছে এক শিক্ষার্থী। ১৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
পাবনার সাঁথিয়া উপজেলার বরাট গ্রামের কৃষিজমিতে পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষকেরা। পেঁয়াজের দরপতনের কারণে এবার পেঁয়াজ আবাদে কৃষকের আগ্রহ কম। ১৩ জানুয়ারি
ছবি: বরুন রায়
৫ / ১১
বাড়ির উঠানে বসে লিংকিং মেশিনে সোয়েটার সেলাই করছেন সুজলা চাকমা। উত্তর মিলনপুর গ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৩ জানুয়ারি
ছবি: পলাশ বড়ুয়া
৬ / ১১
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া শীতবস্ত্র পেয়ে খুশি এক বৃদ্ধা। গান্ধিছড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৩ জানুয়ারি
ছবি: শিমুল তরফদার
৭ / ১১
ছুটির দিনে বাড়ির পাশের শর্ষেখেতে খুনসুটিতে মেতেছে দুই সহোদর ইয়ামিন ও ইমন। পুরাতন বাংগাবাড়ীয়া, মালিগাছা, পাবনা, ১৩ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৮ / ১১
শৈত্যপ্রবাহের মধ্যেও কষ্ট করে খেটে খাওয়া মানুষগুলো ছুটছে কর্মস্থলে। বোয়ালমারী, সদর উপজেলা, চুয়াডাঙ্গা, ১৩ জানুয়ারি
ছবি: প্রথম আলো
৯ / ১১
বাড়ির উঠানে চালুনি বুনছেন এক নারী। বাঁশের কঞ্চি দিয়ে কুলা, চালুনি, ডালা তৈরি করে পাইকারদের কাছে বিক্রি করা হয়। ২০টি চালা ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করেন তাঁরা। রহমতপুর, বাবুগঞ্জ উপজেলা, ১৩ জানুয়ারি
ছবি: সাইয়ান
১০ / ১১
মুখোশ পরে দুরন্তপনায় মেতেছে শিশু। জাবুসা, রূপসা উপজেলা, খুলনা, ১৩ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১১
টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মুসল্লির ঢল নামে। মূল ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পেরে অনেকে সড়কে জুমার নামাজ আদায় করেন। স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর
ছবি: সাজিদ হোসেন