ট্রলারে করে গাছ ও শাকসবজির চারা নিয়ে হাটে যাচ্ছেন এক ব্যক্তি। মমিনপুর, দিঘলিয়া, খুলনা, ৩১ আগস্টছবি: সাদ্দাম হোসেন
২ / ১৯
সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে ১৫ দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এ উপলক্ষে বন বিভাগের আয়োজনে শোভাযাত্রা। সিলেট, ৩১ আগস্টছবি: আনিস মাহমুদ
৩ / ১৯
খাল-বিল থেকে তোলা শাপলা নিয়ে হাটে এসেছেন মো. শাহ আলম। প্রতি আঁটি শাপলা ২০ টাকা দরে বিক্রি করেন তিনি। শাপলার ডাঁটা সবজি হিসেবে খান অনেকে। দৌলতগঞ্জ বাজার, লাকসাম, কুমিল্লা, ৩১ আগস্টছবি: এম সাদেক
৪ / ১৯
‘ছোট ফেনী’ নদীর দুপাশে নতুন করে ভাঙন শুরু হয়েছে। সোনাগাজী, ফেনী, ৩১ আগস্টছবি: আমজাদ হোসাইন
৫ / ১৯
পোকা দমনে ফসলের খেতে পুঁতে রাখা হয়েছে বাঁশের কঞ্চি। সেই কঞ্চিতে এসে বসেছে একঝাঁক পাখি। নিশিন্দারা, গাবতলী, বগুড়া, ৩১ আগস্টছবি: সোয়েল রানা
৬ / ১৯
বন্যার পানিতে ভিজে যাওয়া কাঁথা ও তোশক রোদে শুকাতে দিচ্ছেন এক ব্যক্তি। জাহাপুর, মুরাদনগর, কুমিল্লা, ৩১ আগস্টছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৯
গ্রামের পাকা সড়কে গাছের ছায়ায় বসে পাট থেকে আঁশ ছড়ানোর কাজ করছেন কয়েকজন নারী। হলুদবাড়িয়া, কানাইপুর, ফরিদপুর ৩১ আগস্টছবি: আলীমুজ্জামান
৮ / ১৯
নার্সারি থেকে চারা তুলছেন কয়েকজন নারী। বিক্রি করা হবে এই চারাগুলো। মিঠাপুকুর, রংপুর, ৩১ আগস্টছবি: মঈনুল ইসলাম