একঝলক (২৬ মে ২০২৫)

১ / ১৯
ঈদুল আজহা বা কোরবানির ঈদ আসন্ন। তাই কামারের দোকানে ব্যস্ততা বেড়েছে। রায়ের মহল, খুলনা, ২৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৯
খাবার খেতে ব্যস্ত একটি কাঠবিড়ালি। সরকারি ব্রজলাল কলেজ প্রাঙ্গণ, খুলনা, ২৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৯
মাছ শিকারের অপেক্ষায় ছিল মাছরাঙাটি। তবে শেষ পর্যন্ত সাপ শিকার করে ফিরছে পাখিটি। আরিফপুর, পাবনা, ২৬ মে
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৯
ফুটে রয়েছে লাল গোলাপ। ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ, মানিকগঞ্জ, ২৬ মে
ছবি: আবদুল মোমিন
৫ / ১৯
বাচ্চাদের নিয়ে খাবারের খোঁজে মুরগিটি। শ্রীপুর, পাবনা, ২৬ মে
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৯
সড়কে নামানোর আগে ধুয়েমুছে পরিষ্কার করা হচ্ছে যাত্রীবাহী বাস। গোয়ালচামট পুরোনো বাসস্ট্যান্ড, ফরিদপুর, ২৬ মে
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৯
বিদ্যালয় ছুটির পরপরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজেই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে এক শিক্ষার্থী। সাতকানিয়া, চট্টগ্রাম, ২৬ মে
ছবি: মামুন মুহাম্মদ
৮ / ১৯
জলাশয়ে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁসের দল। নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৫ মে
ছবি: তাফসিলুল আজিজ
৯ / ১৯
বৃষ্টি শুরু হওয়ায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। দাকোপ, খুলনা, ২৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৯
খেত থেকে মিষ্টি আলু তুলে বস্তায় ভরছেন একজন কৃষক। চরমোনাই সেতু এলাকা, বরিশাল, ২৬ মে
ছবি: সাইয়ান
১১ / ১৯
ঘোড়ার গাড়িতে করে ধানের খড় নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মোহাম্মদপুর, ফরিদপুর, ২৬ মে
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৯
নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের ওপর উঠে গেছে একটি ট্রাক। বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৫ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৩ / ১৯
একটু বৃষ্টি হলেই পানি জমে যায় ধুনট উপজেলা সদরের প্রধান বাজারে। এতে দুর্ভোগে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। ধুনট উপজেলা, বগুড়া, ২৬ মে
ছবি: সোয়েল রানা
১৪ / ১৯
কাজের অপেক্ষায় দিনমজুরেরা। শাপলা চত্বর, রংপুর, ২৬ মে
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৯
ধান, চাল ও ভুট্টা সংরক্ষণে অনেকেই ডোল ব্যবহার করেন। ডোল বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বাঁশের তৈরি প্রতিটি ডোল ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। পাকুরিয়া, ধুনট, বগুড়া, ২৬ মে
ছবি: সোয়েল রানা
১৬ / ১৯
পবিত্র ঈদুল আজহার আগে বাড়ি বাড়ি ঘুরে দা, বঁটি, ছুরি ধার দেওয়ার কাজ করছেন তাঁরা। বীকন মোড়, রংপুর, ২৬ মে
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৯
রাতভর বৃষ্টির পর আকাশে সাদা মেঘের ভেলা। প্রথম দেখায় মনে হবে এ যেন শরতের আকাশ। আখালিয়া, সিলেট, ২৬ মে
ছবি: আনিস মাহমুদ
১৮ / ১৯
চাতালে ভুট্টা শুকাচ্ছেন শ্রমিকেরা। ৬০ কেজি ভুট্টা শুকিয়ে দিয়ে তাঁরা মজুরি পাবেন ৫০ টাকা। পাকুরিয়াহাটা, ধুনট, বগুড়া, ২৬ মে
ছবি: সোয়েল রানা
১৯ / ১৯
পাহাড়ে নৌকা মেরামত করছেন কারিগর। এত দিন কাপ্তাই হ্রদে পানি কম ছিল। বর্ষায় পানি বাড়লে বাড়বে নৌকার কদর। বড়াদম, রাঙামাটি, ২৬ মে
ছবি: সুপ্রিয় চাকমা