মহাসড়ক বিভাজকে ফুটে আছে নানা রঙের দৃষ্টিনন্দন পর্তুলিকা ফুল। দেশের অনেক স্থানে যা ঘাসফুল হিসেবেও পরিচিত। ধর্মদাস এলাকা, রংপুর, ২৫ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
২ / ১১
মহাসড়কে নিষেধাজ্ঞা থাকার পরও দ্রুতগামী বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তিন চাকার অবৈধ যানবাহন। এমন ঝুঁকিপূর্ণ চলাচলে মহাসড়কে প্রাণহানি বাড়ছে। ঢাকা-পাবনা মহাসড়ক, রাজাপুর, পাবনা, ২৫ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
৩ / ১১
কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে মারা যাচ্ছে নিচু এলাকার সবজির গাছ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আগাম শিমের চাষ করা কৃষকেরা। এমনই এক শিমখেতে গাছ বাঁচানোর চেষ্টা করছেন এক কৃষক। মনিদহ, পাবনা, ২৫ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
৪ / ১১
গ্রামে ঘুরে ঘুরে খামারিদের কাছ থেকে দুধ কিনে তা শহরে বিক্রি করেন এই ব্যবসায়ী। প্রতি লিটার দুধ কেনেন ৪৫ থেকে ৪৮ টাকায়। বিক্রি করেন সামান্য লাভে, ৫০ টাকায়। দেওয়ানটুলি এলাকা, রংপুর, ২৫ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৫ / ১১
রিং স্ল্যাব এখনো শৌচাগারসহ নানা কাজে ব্যবহার করা হয়। নিজের তৈরি কিছু রিং স্ল্যাব বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন এই কুমার। প্রতিটি রিং স্ল্যাব বিক্রি করবেন ৬০ থেকে ৭০ টাকায়। মেকুড়া এলাকা, রংপুর, ২৫ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৬ / ১১
বরিশাল থেকে আনা হয়েছে মুড়ি। এরপর সেগুলো ট্রাক থেকে নামিয়ে বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ২৫ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৭ / ১১
বুনো লতায় প্রজাপতি। হোগলাবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৫ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৮ / ১১
অতি বৃষ্টিতে কপিগাছের গোড়া পচে গেছে। শেষ মুহূর্তে গাছগুলো বাঁচানোর চেষ্টা করছেন এক কৃষক। দৌলতদিয়া নাসির সরদার পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ সেপ্টেম্বরছবি: এম রাশেদুল হক
৯ / ১১
খেত থেকে পেঁপে তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন চাষিরা। কলাকোপা গ্রাম, গাবতলী, বগুড়া, ২৫ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১০ / ১১
আড়ত থেকে আদা কিনে রোদে শুকাতে দিয়েছেন আবু ইউসুফ আলী। শুকিয়ে যাওয়া আদা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবেন তিনি। খাউড়া সেতু এলাকা, শাজাহানপুর, বগুড়া, ২৫ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১১ / ১১
বৃষ্টিতে ভিজে ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছেন বাজারে। শিবগঞ্জ এলাকা, সিলেট, ২৫ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ