সাম্প্রদায়িক সহিংসতা, শিক্ষক নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে ছবি আঁকছেন শিল্পীরা। শাহবাগ, ঢাকা, ২৯ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের কফিনে ফুল দিয়ে শোক ও শ্রদ্ধা জানিয়ে শেষবিদায় জানান তাঁর সহকর্মী, বিশিষ্ট সাংবাদিক, সম্পাদকমণ্ডলীসহ শুভাকাঙ্ক্ষীরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৯ জুলাইছবি: আশরাফুল আলম
লোকালয়ে চলে আসা একটি কালোমুখ হনুমান উদ্ধার করেছে বন বিভাগ। বড়বাজার, নীলফামারী, ২৯ জুলাইছবি: প্রথম আলো
৬ / ১৩
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা-ভাঙচুর, মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি। শেরপুর, বগুড়া, ২৯ জুলাইছবি: প্রথম আলো
৭ / ১৩
ছুটির দিন শুক্রবার মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘হাওয়া’। সিনেমাটির দর্শকদের ভিড়ে প্রেক্ষাগৃহ ছিল হাউসফুল। দীর্ঘদিন পর টিকিটের জন্য এমন লাইন দেখা গেছে প্রেক্ষাগৃহটির বাইরে। রূপকথা প্রেক্ষাগৃহ, পাবনা, ২৯ জুলাইছবি: হাসান মাহমুদ
৮ / ১৩
বর্ষা এলেই বেড়ে যায় গোখাদ্যের সংকট। এ সময় কৃষকেরা সংরক্ষণ করে রাখা অতিরিক্ত খড় বিক্রি করেন গরুর খামারিদের কাছে। এক কৃষকের বাড়ি থেকে খড় কিনে ফিরছেন একজন গরুর খামারি। সাকোয়া এলাকা, বোদা, পঞ্চগড়, ২৯ জুলাইছবি: রাজিউর রহমান
৯ / ১৩
প্রখর রোদের মধ্যে হাঁটছেন এক ব্যক্তি। রোদ সরাসরি মুখে এসে পড়ায় হাতে থাকা ব্যাগ দিয়ে তা ঠেকানোর চেষ্টা। কদমতলি, সিলেট, ২৯ জুলাইছবি: আনিস মাহমুদ