ভ্রাম্যমাণ শর্ষে ভাঙানোর মেশিন নিয়ে এদিক–সেদিক ঘুরে বেড়ান এই বিক্রেতা। সরাসরি ভাঙিয়ে তেল বিক্রি করেন তিনি। প্রতি লিটার ২৫০ টাকায় বিক্রি করেন। ফেরিঘাট, খুলনা, ১৩ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
২ / ২৩
পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস এবং সরস্বতী পূজা কাল। তাই ফুলের দোকানে তরুণ-তরুণীদের আনাগোনা বেড়েছে। ফুল মার্কেট, খুলনা, ১৩ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্গন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুমিল্লা, ১৩ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
৪ / ২৩
বিদ্যার দেবী সরস্বতী। শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি। চেলোপাড়া সর্বজনীন কালীমন্দির, বগুড়া, ১৩ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
নতুন আলু তোলার মৌসুম চলছে। সেই আলু হিমাগারে সংরক্ষণের জন্য বস্তার প্রয়োজন হয়। ভ্যানে বস্তা নিয়ে যাচ্ছেন এক চালক । শহীদ খোকন পার্ক এলাকা, বগুড়া, ১৩ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১৩ / ২৩
বাহারি ফুলে মৌমাছি। ডুলিপাড়া এলাকা, কুমিল্লা, ১৩ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
১৪ / ২৩
খেত থেকে বোরো ধানের চারা তুলছেন কিষান–কিষানি। চারা তুলতে শিশুরাও হাত লাগিয়েছে। দীঘি, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ১৩ ফেব্রুয়ারিছবি: আব্দুল মোমিন
আগামীকাল ঋতুরাজ বসন্তের আগমন। এরই মধ্যে প্রকৃতি সেজেছে নিজের মতো। শিমুলের লাল ফুলে মধু খেতে পাখির আনাগোনা। যাত্রাবাড়ী এলাকা, কৃষ্ণপুর , ফরিদপুর, ১৩ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
২০ / ২৩
বসন্তবরণ করতে নারায়ণগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠন আয়োজিত বসন্ত মেলায় হাতে বানানো অলংকার, ব্লক প্রিন্ট শাড়ি, সালোয়ার-কামিজ, কসমেটিকস, শোপিস ও নানা পিঠার পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। অক্টো অফিস এলাকায়, নারায়ণগঞ্জ, ১৩ ফেব্রুয়ারিছবি: দিনার মাহমুদ
২১ / ২৩
স্রোতহীন নদীতে নৌকায় করে মাছ শিকার করছেন মৎস্যজীবীরা। জাউয়াবাজার এলাকা, ছাতক, সুনামগঞ্জ, ১৩ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
২২ / ২৩
হাওরাঞ্চলে পুরোদমে চলছে বোরো রোপণ। দিনভর বোরোখেতে কাজ করছেন কৃষকেরা। জমি চাষ করার পর হাত চলছে মই দেওয়ার কাজ। মেরুখলা এলাকা, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ, ১৩ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
২৩ / ২৩
মিয়ানমার সীমান্তে চলছে সংঘাত। তাই নিরাপত্তার স্বার্থে নাফ নদীতে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। ফলে পড়ে আছে নৌকাগুলো। হোয়াইক্যং সীমান্ত এলাকা,টেকনাফ, ১৩ ফেব্রুয়ারিছবি: জুয়েল শীল