একঝলক (২৩ মে ২০২৪)

১ / ১০
প্রচণ্ড গরমে নাকাল কৃষক। তাই বাঁশের খুঁটির সঙ্গে ছাতা বেঁধে ধান কাটছেন এই কৃষক। বালাচড়া এলাকা, রংপুর, ২৩ মে
ছবি: মঈনুল ইসলাম
২ / ১০
প্রখর রোদ থেকে রক্ষা পেতে ছাতা, ব্যাগ প্রভৃতি মাথায় ধরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। চাল ৫ কেজি ১৫০ টাকা, তেল ২ লিটার ২০০ টাকা, ডাল ২ কেজি ১২০ টাকা, মোট ৪৭০ টাকায় এসব পণ্য বিক্রি করা হচ্ছে। গোগনগর এলাকা, নারায়ণগঞ্জ, ২৩ মে
ছবি: দিনার মাহমুদ
৩ / ১০
বাঁশ দিয়ে তৈরি মুরগির খাঁচাসহ গৃহস্থালির নানা পণ্য তৈরি করেন নির্মল দাশ। সাইকেলে নিয়ে গ্রামের পথে বিক্রি করতে যাচ্ছেন তিনি। এসব পণ্য প্রতিটি বিক্রি করছেন ১০০ থেকে ২০০ টাকায়। নয়াপুকুর এলাকা, রংপুর, ২৩ মে
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১০
শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রিন লাইফ সোসাইটি’ আয়োজিত ‘ত্রিশ টাকায় গাছ’ বিক্রির ইভেন্টে পছন্দ অনুযায়ী বিভিন্ন গাছ কিনছেন ক্রেতারা। সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সংগঠনটি শতাধিক প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ প্রতিটি ৩০ টাকা দরে বিক্রি করছে। শেখ রাসেল নগর পার্ক এলাকা, নারায়ণগঞ্জ, ২৩ মে
ছবি: দিনার মাহমুদ
৫ / ১০
কয়েক দিন মেঘলা আকাশ থাকার পর আবারও কাঠফাটা রোদ। রোদ থেকে রক্ষা পেতে বস্তা মাথায় দিয়ে ধান শুকানোর কাজ করছেন এই নারী। হরিপুর এলাকা, রংপুর, ২৩ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
তীব্র রোদ আর গরমেও ভেড়ার পাল নিয়ে মাঠে চড়াতে যাচ্ছেন এই নারী। জানপুর এলাকা, রংপুর, ২৩ মে
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
ঢাকার কারওয়ান বাজারে বিক্রির জন্য নওহাটা হাট থেকে ১০০০ টাকা মন দরে পটোল কিনেছেন ব্যবসায়ী পিয়ারুল ইসলাম। নওহাটার হাট, পবা, রাজশাহী, ২৩ মে
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১০
খুলনার রূপসা ট্রাফিক মোড় থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত রূপসা স্ট্যান্ড সড়কটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীন। ধীরগতিতে উন্নয়নকাজ চলায় সড়কটিতে ধুলোতে সয়লাব। ভোগান্তিতে এলাকাবাসী ও চলাচলকারীরা। চানমারী, রূপসা স্ট্যান্ড সড়ক, খুলনা, ২৩ মে
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১০
ঢেঁকি শাক সংগ্রহ করছেন চৈম্রাচিং মার্মা। পাহাড়ের পাদদেশে স্যাঁতসেঁতে জায়গায় প্রাকৃতিকভাবে ফলন হয় ঢেঁকি শাকের। আধা কেজি ওজনের এক আঁটি ঢেঁকি শাক পাড়ায় বিক্রি হয় ২০ টাকা। মুরালিপাড়া এলাকা, কাপ্তাই, রাঙামাটি, ২৩ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১০
প্রচণ্ড তাপপ্রবাহ ও খরায় সবজিখেত পুড়ে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়া সবজিখেতের পরিচর্যা করছেন কৃষক হুমায়ন আহম্মেদ। দৌলতদিয়া তোরাপ শেখ পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ মে
ছবি: এম রাশেদুল হক